আজকাল ওয়েবডেস্ক: ধারের টাকা উসুল করতে পূর্ব বর্ধমানে (east Bardhaman) অপহরণ করা হল এক গাড়ি ব্যবসায়ীকে। যদিও শেষরক্ষা হয়নি। উদ্ধার করা হয়েছে ওই ব্যবসায়ীকে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের। 

 

শনিবার পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানিয়েছেন, গত ২৪ অক্টোবর মেমারি (memari police station) থানায় খবর আসে গাড়ি ব্যবসায়ী জয়ন্ত ঘোষ নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে। তিনি মেমারির পশ্চিমপাড়ার বাসিন্দা। সাদা রঙের একটি গাড়িতে তাঁকে অপহরণ করা হয়েছে বলে পুলিশ জানতে পারে। 

 

তদন্তে নেমে পুলিশ জানতে পারে ঘটনার দিন সন্ধ্যা নাগাদ কয়েকজন ব্যক্তি মিলে জয়ন্তকে অপহরণ করেছে। তারা কালনা রোড ধরে পালিয়েছে। খোঁজখবর নিয়ে পুলিশ সুখেন সূত্রধর নামে এক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদে সুখেন জানায়, পলাশির একটি দল এই অপহরণের ঘটনায় যুক্ত‌। পূর্ব বর্ধমানের পুলিশ যায় পলাশিতে। পুলিশি অভিযানে উদ্ধার হয় অপহৃত এবং ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয় আব্বাস শেখ এবং শেখ আলিম শেখ। 

 

অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতরা মূলত টাকা লেনদেনের কাজ করে। অপহৃত তাদের থেকে ৩০ লক্ষ টাকা ধার করেছিল। সেই টাকা আদায় করতেই এই কাণ্ড ঘটিয়েছে তারা। এর সঙ্গে মুক্তিপন আদায়ের কোনও সম্পর্ক বলেই তিনি জানান। যদিও অপহরণকাণ্ডে আরও কয়েকজন জড়িয়ে আছে বলে পুলিশের অনুমান।