আজকাল ওয়েবডেস্ক: চাপড়ায় আজ তৃণমূল কংগ্রেসের রোড-শো চলাকালীন ফের মানবিকতার উদাহরণ রাখলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। জনসমাগমে ভরা কর্মসূচির মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধা। মুহূর্তের মধ্যেই বিষয়টি নজরে আসে অভিষেকের। কোনও রকম বিলম্ব না করে তিনি ওই বৃদ্ধার পাশে পৌঁছে যান। নিজে হাতে তাঁর শুশ্রূষা শুরু করেন। প্রায় অচৈতন্য বৃদ্ধাকে জল দেন।

ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য রোড-শো' সামান্য থমকে যায়। অভিষেক ব্যানার্জি তখন নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে অসুস্থ বৃদ্ধাকে নিজের গাড়িতে তুলে নেন। গাড়ির ভিতর বৃদ্ধাকে বসিয়ে বিশ্রামের ব্যবস্থা করা হয়। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন অভিষেক নিজে। প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থাও করা হবে বলে তিনি নির্দেশ দেন।

এই মানবিক মুহূর্তের সাক্ষী থাকেন সেখানে উপস্থিত অসংখ্য তৃণমূল কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততার মধ্যেও একজন অসুস্থ বৃদ্ধার প্রতি এমন সহানুভূতিশীল আচরণ দেখে সকলেই মুগ্ধ হন। অনেকেই মোবাইলে সেই মুহূর্তের ছবি বন্দি করেন, ভিডিও তুলে রাখেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

স্থানীয় বাসিন্দাদের মতে, অভিষেক ব্যানার্জি শুধু রাজনৈতিক নেতা নন, তিনি একজন সংবেদনশীল মানুষ হিসেবেও বারবার নিজেকে প্রমাণ করেছেন। এর আগেও বিভিন্ন কর্মসূচিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নজির রেখেছেন তিনি। চাপড়ার এই ঘটনায় তাঁর ফের সেই মানবিক মুখই সামনে এল।

রোড-শো শেষে জানা যায়, বৃদ্ধার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তিনি এখন সুস্থ আছেন। এই উদ্যোগের জন্য বৃদ্ধার পরিবারের সদস্যরাও অভিষেক ব্যানার্জিকে কৃতজ্ঞতা জানিয়েছেন। রাজনীতির উত্তাপের মধ্যেও মানবিকতার এই ছবি নিঃসন্দেহে জনমানসে গভীর ছাপ ফেলেছে।