অতীশ সেন, ডুয়ার্স: চা বাগানের মাঝে শাবকের জন্ম দিল বুনো হাতি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের জয় বীরপাড়া চা বাগানে। এরপর শাবক নিয়েই ফিরে গেল দলের কাছে। 

 

স্থানীয় শ্রমিকদের কাছ থেকে জানা গিয়েছে, রাতে বান্দাপানির জঙ্গল থেকে বেড়িয়ে হাতির একটি দল চা বাগানে ঢুকেছিল। ভোর হওয়ার আগেই হাতিগুলি রেতির জঙ্গলে ফিরে গেলেও একটি মাদি হাতি চা বাগানেই থেকে যায়। ভোর প্রায় সাড়ে চারটা নাগাদ এই হাতিটিই একটি শাবকের জন্ম দেয়। হাতির নবজাত বাচ্চাটিকে দেখতে প্রচুর শ্রমিক সেখানে ভিড় জমান। বনকর্মীরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। 

 

সকাল প্রায় আটটা পর্যন্ত হাতিটি চা বাগানেই ছিল। এই সময় বাচ্চাটি নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে সক্ষম হয় এবং বেশ কয়েকবার দুধ খেয়ে চনমনে হয়ে ওঠে। তার পরই মা হাতিটি রেতির জঙ্গলে অপেক্ষারত দলের দিকে রওনা দেয়। গুটি গুটি পায়ে শাবকটিও মায়ের পিছু নেয়। স্থানীয় বাসিন্দারা জানান এমন দৃশ্য প্রথমবার দেখে তাঁরা দারুণ আনন্দিত। দলগাঁও রেঞ্জের রেঞ্জার ধনঞ্জয় রায় জানান- মা হাতিটি তার শাবককে নিয়ে দলের কাছে ফিরে গিয়েছে। বনকর্মীরা হাতিটির উপর নজর রাখছেন।