মিল্টন সেন: হুগলির দাদপুর থানার পুইনান গ্রামে ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা। সোমবার সকালে ডুবন্ত শিশুকে উদ্ধার করার সময় জলে ডুবে মারা গেলেন ৩২ বছরের এক যুবক। জানা গিয়েছে, ওই যুবকের নাম আরবাজ খান। তিনি চুঁচুড়ার ২১ নম্বর ওয়ার্ডের হোসেনগলি এলাকার বাসিন্দা এবং আখনবাজারে একটি পাঞ্জাবির দোকানে কাজ করতেন।

 

পুজোর পর দোকান বন্ধ থাকায় তিনি তাঁর সাত মাসের সন্তান সহ পুইনানে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এদিন, শ্বশুরবাড়ির সংলগ্ন একটি বালি খাদে মাছ ধরতে যান তিনি। মাছ ধরার সময় হঠাৎ একটি শিশুকে তলিয়ে যেতে দেখে আরবাজ জলে ঝাঁপ দেন। বহু চেষ্টা করে তিনি শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন। তবে নিজে আর উঠে আসতে পারেননি এবং ডুবে যান।

 

স্থানীয়দের উদ্যোগে আরবাজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে, এলাকায় শোকের ছায়া নেমে আসে। চুঁচুড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতা চ্যাটার্জি ঘটনাস্থলে পৌঁছে বলেন, ‘আরবাজ সাঁতার জানলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক’।