আজকাল ওয়েবডেস্ক :  জন্মদিনেই হল মর্মান্তিক মৃত্যু। উত্তর ২৪ পরগনার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর গ্রামের বাসিন্দা প্রকাশ বিশ্বাসের ছেলে প্রীতম বিশ্বাসের বৃহস্পতিবার জন্মদিন ছিল । সেদিন সকালেই তার বাবা প্রকাশ বিশ্বাস ছেলের কাছে জানতে চায় জন্মদিনে কী খেতে চায়।  প্রীতম জানিয়েছিল কেক ও পায়েস হলেই চলবে ।

 

প্রীতমের মা সুমন বিশ্বাস মাংস আনতে বলেছিল তার বাবাকে । ছেলেকে রেখে প্রকাশ বিশ্বাস ও তার স্ত্রী সুমনা বিশ্বাস বাজারে কেক ও পায়েসের বাজার করতে যায় । তবে বাড়িতে ফিরে আসার পরই দেখা গেল মর্মান্তিক ঘটনা। বাড়ি ফিরে তারা দেখল ছেলে ঘরের বাসের আড়ায় গামছায় ঝুলছে । কান্নায় ভেঙে পড়েন দুজনেই।

 

নিজের ১১ বছরের ছেলেকে হারিয়ে রীতিমতো শোকের পরিবেশ নামল গোটা ঘরে।  প্রীতম গাড়াপোতা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল । জন্মদিনের কেক কাটা আর হলো না প্রীতমের । কীভাবে এই ঘটনা তা কেউ বুঝতে পারছে না।  বাড়িতেই পড়ে রয়েছে কেক -পায়েসের দুধ। শোকের ছায়া নেমে এসেছে প্রীতমের পরিবার ও গোটা গ্রামে । পুজোর আগে যেখানে সকলে আনন্দে মাতোয়ারা সেখানে এই পরিবারে এখন মৃত্যুর কালো মেঘ।