আজকাল ওয়েবডেস্ক: দিনের আলোয় বাড়িতে ঢুকে চুরি করার পর বাড়ির বাসিন্দা এক বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। শনিবার সকালে কলকাতার কাছেই বারুইপুর পুরসভা এলাকায় একটি বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। এদিন সকালে ৬৫ বছরের কাছাকাছি ওই বৃদ্ধা যৌন নিগ্রহের শিকার হওয়ার পর এলাকা জুড়ে যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। 

 

নিগ্রীহিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বারুইপুর পুরসভা এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা তাঁর বাড়ির একতলায় থাকেন। দোতলায় থাকেন তাঁর ছেলে ও পুত্রবধূ। শনিবার সকালে বাড়ির দরজা খোলাই ছিল। বৃদ্ধার স্বামী অন্যদিনের মতো এদিনও সকালে হাঁটতে বেড়িয়ে যান। পুত্রবধূ ছিলেন তাঁর বাপের বাড়ি। নির্জনতার সুযোগ নিয়ে এক দুষ্কৃতী তাঁদের বাড়ি ঢুকে পড়ে। ঘরে ঢুকে ওই ব্যক্তি প্রথমে বৃদ্ধার থেকে আলমারির চাবি চায়। দিতে অস্বীকার করলে ওই দুষ্কৃতী বৃদ্ধার উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় বেধড়ক মারধর। ছিনিয়ে নেওয়া হয় বৃদ্ধার হাতের আংটি ও বালা। এরপর শারীরিকভাবে ওই বৃদ্ধাকে নির্যাতন করা হয়। পরিবারের অভিযোগ, বৃদ্ধাকে ধর্ষণও করা হয়েছে। 

 

ইতিমধ্যেই বারুইপুর থানায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। শুরু হয়েছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আশেপাশের বাসিন্দাদের। খোঁজ নেওয়া হচ্ছে সকালে ওই এলাকার কে বা কারা মর্নিং ওয়াক করেন। ওই বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয়েছে বারুইপুর মহকুমা হাসপাতালে। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা করা হয় এবং সেই রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ। অন্যদিকে ঘটনার পর চরম আতঙ্কে রয়েছে ওই পরিবারটি। 

 

এলাকার বাসিন্দারা জানান, এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে তা অত্যন্ত আতঙ্কের। কারণ, এলাকায় অনেক বাড়িতেই মহিলারা বাড়ির লোক কাজে বেরিয়ে যাওয়ার পর একা একাই থাকেন। সেই হিসেবে এই ধরনের ঘটনা ভবিষ্যতে পুনরাবৃত্তিও হতে পারে বলে আশঙ্কিত তাঁরা। একইসঙ্গে আতঙ্কিত নিগ্রীহিতার পরিবার। স্থানীয় এক বাসিন্দা বলেন, ৬৫ বছর বয়সের এক বৃদ্ধাও ছাড় পেলেন না এই ধরনের লালসা থেকে। 

 

বাসিন্দাদের দাবি, অপরাধী কোনও বিকৃত মস্তিষ্কের ব্যক্তি। এলাকায় বা আশেপাশে এর আগেও চুরির ঘটনা ঘটেছে। কিন্তু কখনও এরকম শোনা যায়নি চুরি করতে এসে চোর ধর্ষণ করে গিয়েছে।‌ 

 

দেশে বয়স্ক মহিলাদের যৌন লালসার শিকার হওয়ার মতো ঘটনা এর আগেও লক্ষ্য করা গিয়েছে।‌ গত ২০২৪ সালের নভেম্বরে কর্ণাটকের কালাবুর্গিতে ৭৫ বছরের এক বৃদ্ধা তাঁর বাড়িতেই ধর্ষিতা হয়েছিলেন। জানা গিয়েছিল, ওই বৃদ্ধার কৃষিজমি আছে। সেখানে অনেক কৃষক চাষ করেন। অভিযুক্ত যুবক তাঁদের একজন। ফলে পূর্ব পরিচয় থাকার সুবাদে সে যখন ওই বৃদ্ধার বাড়ি গিয়েছিল তখন বৃদ্ধা দরজা খুলে দেন। এরপরেই বৃদ্ধার উপর চড়াও হয় অভিযুক্ত। ধর্ষণ করে বৃদ্ধাকে ফেলে চম্পট দেয়।

আরও পড়ুন: সরস্বতীর ওপর ভরসা করে লক্ষ্মীপ্রাপ্তি শুরু, কতটা কঠিন ছিল ইলন মাস্কের জীবন


এমনই একটি ঘটনা ঘটেছিল কয়েকদিন আগেই। সেখানে দেখা গিয়েছিল চুরির দায়ে জেলে ছিলেন এক ব্যক্তি। মুক্তি পাওয়ার পরেই ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণে মত নক্কারজনক কাণ্ড ঘটিয়ে বসেন ২৩ বছরের যুবক। তামিলনাড়ুর কুড্ডালোর জেলার ঘটনা। সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলেন বৃদ্ধা। সেই সময়ই এই কুকীর্তি করেন অভিযুক্ত। ঘটনার সময় অভিযুক্ত নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।