আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদে জাল নোট পাচার বন্ধ করার ক্ষেত্রে বড়সড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ। মুর্শিদাবাদ দিয়ে জাল নোট পাচার করার অভিযোগে মালদার এক যুবককে বৃহস্পতিবার ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল জঙ্গিপুরের অতিরিক্ত জেলা দায়রা বিচারক প্রথম ফাস্ট ট্রাক কোর্ট। পুলিশ সূত্রে খবর, ২০২১ সালের ২৯ ডিসেম্বর রাজ্য পুলিশের এসটিএফ এবং সুতি থানার পুলিশ জাল নোট পাচারের অভিযোগে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে। জানা গিয়েছিল, মালদার শাহবাজপুর-সাদারিটোলা গ্রামের বাসিন্দা সিটু মোমিন নামে ওই যুবক বিপুল পরিমাণ জাল নোট নিয়ে মুর্শিদাবাদ জেলাতে আসছিল।
পুলিশের কাছে খবর ছিল, ওই যুবক মুর্শিদাবাদে এসে জাল নোটগুলো বিভিন্ন বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসটিএফ এবং সুতি থানার পুলিশ ওই যুবককে সুতির সাজুর মোড় এলাকার ‘তাজমহল মার্বেল’ নামে একটি দোকানের সামনে থেকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে পুলিশ আইপিসির ৪৮৯ বি এবং ৪৮৯ সি ধারায় মামলা হায়ের করে তদন্ত শুরু করে। এদিন জঙ্গিপুরের অতিরিক্ত দায়রা বিচারক অভিযুক্ততে ভারতীয় জাল নোট বিক্রি করা এবং পাচার করার অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেন।
জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক বলেন, ‘এখানকার বেশিরভাগ থানাই বাংলাদেশ লাগোয়া। তার ফলে উৎসবের মরসুমে একদিকে বাংলাদেশ অন্যদিকে মালদা জেলার কালিয়াচক, বৈষ্ণবনগর থানা এলাকা থেকে প্রচুর জাল নোট পাচারকারী এই জেলাতে জাল নোট বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। গত কয়েক বছরে ফারাক্কা, সামশেরগঞ্জ, সুতি থানা এলাকা থেকে একাধিক জাল নোট পাচারকারী গ্রেপ্তার হয়েছে, উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকার ভারতীয় জাল নোট। তবে পুলিশ কর্তারা আশাবাদী, এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির ফলে অনেক জাল নোট পাচারকারী ভবিষ্যতে এই বেআইনি ব্যবসা থেকে সরে আসবে।
