আজকাল ওয়েবডেস্ক: কোচবিহারে ভারত–বাংলাদেশ সীমান্ত দিয়ে ফের অনুপ্রবেশের চেষ্টা রুখল বিএসএফ। বাধা পেয়ে লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় বাংলাদেশিরা। শুরু হয় বচসা। কড়া হাতে পরিস্থিতি সামাল দিল বিএসএফ। 

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বাংলাদেশের সীমান্ত লাগোয়া গ্রাম গাটিয়াভিটায় কাঁটাতারহীন এলাকা দিয়ে বাংলাদেশ থেকে এক ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে। বাধা দেয় বিএসএফ। অনুপ্রবেশে বাধা পেতেই ক্ষুব্ধ হয়ে ওঠে সীমান্তের অপর পাড়ে বাংলাদেশিরা। তারা লাঠিসোঁটা নিয়ে তেড়ে আসে ভারতীয় সীমান্তরক্ষীদের দিকে। পাল্টা বিএসএফের এক জওয়ান বন্দুক হাতে তেড়ে যান এগিয়ে আসা ওই বাংলাদেশিদের দিকে। বিএসএফের ওই রুদ্রমূর্তি দেখে চুপসে গিয়ে পিছু হটে বালাদেশিরা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।

 বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় এক বাংলাদেশিকে বিএসএফ বাধা দেয়। কিন্তু কিছু বাংলাদেশি তাকে একটু পরে ভারতীয় সীমানার দিকে ঠেলে দাবি করে সে একজন ভারতীয় এবং মানসিক ভারসাম্যহীন। বিএসএফের দাবি, ওই ব্যক্তি বাংলাদেশি। এই নিয়েই শুরু হয় বচসা। ঘটনার পর দু’‌দেশের সীমান্তরক্ষীরা ফ্ল্যাগ মিটিং করেন। পরিস্থিতি এখন স্বাভাবিক।