আজকাল ওয়েবডেস্ক: "চ্যালাকাঠ দিয়ে পেটান।'' বিজেপি বিধায়কের নিদান। তাও আবার পুলিশকে 'শিক্ষা' দিতে। জানা গিয়েছে, বিজেপির একটি সভা থেকে পুলিশ পেটানোর এই নিদান দিয়েছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। পাশাপাশি তৃণমূলকে আক্রমণ করে বদলা ও বদলের হুমকিও দিয়েছেন বিধায়ক। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগণা গাইঘাটা থানার চাঁদপাড়া বাজারে বিজেপির পক্ষ থেকে 'পরিবর্তন সভা' নামে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। সেই পথসভা থেকেই সাধারণ মানুষদের উদ্দেশ্যে স্বপন মজুমদার বলেন, "পুলিশ যেখানে তৃণমূলের কথা শুনে অন্যায় করতে যাবে, সাধারণ গরিব মানুষের উপরে চড়াও হবে সেখানে আপনারা জোটবদ্ধ হন। চ্যালাকাঠ ধরে পেটাবেন।"একই সঙ্গে স্বপন বলেন, "সামনেই পরিবর্তন হবে। যেসব পুলিশরা দালালি করছে তাদের খাল খিচে নিয়ে (পড়ুন চামড়া তুলে) আসব আমরা।
এদিনের সভা থেকে শুধু পুলিশ নয়। তৃণমূলের উদ্দেশ্যেও তোপ দেগেছেন বিজেপির এই বিধায়ক। ঘাসফুল শিবিরের উদ্দেশ্যে তিনি বলেন, "তৃণমূলের যে গুন্ডারা ভাবছ পুলিশ বাবা বাঁচাবে, পুলিশ বাঁচাতে পারবে না। আগামী দিনে বদল হবে। আর যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত আছ তাদের বদলা হবে।"
স্বপনের এই ধরনের ভাষণের পরেই জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া। প্রকাশ্য একটি সভা থেকে এই ধরনের বক্তব্যকে 'উস্কানি' হিসেবে দেখেই তাঁর নিন্দা ও সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগরের তৃণমূল বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী স্বপনের এই কথার নিন্দা জানিয়ে বলেন, "আসলে এটাই হল বিজেপির শিক্ষা ও রুচি। যতটুকু জানি যিনি এই কথাগুলো বলছেন তাঁর নাম বাংলাদেশের ভোটার তালিকায় এখনও রয়ে গিয়েছে। ফলে এই ধরনের বড় বড় কথা কিন্তু তাঁর মুখে মানায় না।"
এর আগেও একাধিকবার রাজনৈতিক দলের বিভিন্ন নেতা-নেত্রীদের তরফে পুলিশকে উদ্দেশ্য করে বেফাঁস মন্তব্য করা হয়েছে। কোথাও পুলিশকে দেখে নেওয়ার হুমকি আবার কোথাও তাদের উদ্দেশ্য করে অশালীন শব্দের প্রয়োগ। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ফলে সময় যত গড়াবে ততই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
