অরিন্দম মুখার্জি: অটুট থাকুক ভালবাসা আর সম্প্রীতি, বাংলার কৃষ্টি, চিরাচরিত সংস্কৃতি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ সরকারের  তথ্য ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় এবং ঝাড়গ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত হচ্ছে ‘বাংলা মোদের গর্ব’ মেলা। 
 
 রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় রাজ্যের শিল্পীদের গুরুত্ব দিয়ে থাকেন, সেকথা এর আগেও প্রমাণিত হয়েছে বারবার। মুখ্যমন্ত্রী শিল্পী এবং শিল্পকে গুরুত্ব দিয়ে সারা বছর বিভিন্ন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন। শিল্পীরা নানা প্রান্ত থেকে উপস্থিত হন এই ধরনের অনুষ্ঠানে। 
 
  
 
 পশ্চিমবঙ্গের সব জেলাতেই ‘বাংলা মোদের গর্ব’ এই অনুষ্ঠান পালিত হচ্ছে। এই অনুষ্ঠানে বিভিন্ন কুটির শিল্প এক্সপো, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছৌ নৃত্য নাটক এবং যাত্রার মাধ্যমে তিন দিনব্যাপী ঝাড়গ্রামে অনুষ্ঠান চলবে। আগামী ২৯ তারিখে ঝাড়্গ্রামে বাংলা মোদের গর্ব অনুষ্ঠানটি শেষ হবে।
ঝাড়গাম মূলত জঙ্গলমহল বলে পরিচিত। সবুজ-প্ররাকৃতিক সৌন্দর্যের কারণে শীত পড়তেই পর্যটকদের ভিড় বাড়ে সেখানে। ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রচুর পর্যটকের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। ‘বাংলা মোদের গর্ব’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্মই মারান্ডি, ঝাড়্গী সংসদ কালিপদ সরেন গোপিপল্লবপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো এবং অতিরিক্ত জেলার শাসক সাধারণ গোবিন্দ দত্ত।
