আজকাল ওয়েবডেস্ক: বিশ্বমঞ্চে ফের স্বীকৃত বাংলা। প্যারিসে আন্তর্জাতিক ডেয়ারি ফেডারেশনের তরফে আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হল পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের দুগ্ধ সমবায় সংস্থা সুন্দরীনিকে। বাংলার কোনও স্বনির্ভর গোষ্ঠীর এই কৃতিত্বে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার একাধিক স্বনির্ভর গোষ্ঠীর সমন্বয়ে প্রতিষ্ঠিত এই সমবায়টি অল্প পরিসরে শুরু হলেও বর্তমানে তা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
বর্তমানে প্রায় ৪,৫০০ মহিলা সদস্য নিয়ে সুন্দরীনি প্রতিদিন ২০,০০০ লিটার দুধ উৎপাদন করছে এবং ২৫০ কেজি দুগ্ধজাত পণ্য তৈরি করছে। ২০২৩-২৪ অর্থবর্ষে তাদের আয় ছিল ৪ কোটি টাকা। আন্তর্জাতিক ডেয়ারি ফাউন্ডেশনের ‘ডেয়ারি ইনোভেশন’ সম্মানে সম্মানিত হওয়ার জন্য ১৫৩টি ডায়েরি সংস্থা আবেদন করেছিল, এর মধ্যে সেরা নির্বাচিত হয়েছে সুন্দরীনি।
এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “সুন্দরবনের মহিলাদের সাফল্যে আমরা গর্বিত। আমি সুন্দরীনি সমবায়ের সদস্য ও কর্মকর্তাদের অভিনন্দন জানাই।” রাজ্য সরকার দীর্ঘদিন ধরে মহিলাদের কর্মসংস্থানে উৎসাহ প্রদান করে আসছে এবং এই সাফল্যকে রাজ্যের অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
