আজকাল ওয়েবডেস্ক: ওড়িশায় পরিযায়ী শ্রমিকের কাজ হারানোর পর অসুস্থ বাবা-মার চিকিৎসা করার অর্থ জোগাড় করতে না পেরে মানসিক অবসাদে আত্মঘাতী যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায়। মৃত যুবকের নাম রোহিত দাস। মৃত যুবকের বাড়ি রঘুনাথগঞ্জ থানার মহাবীরতলা গ্রামে। জানা গিয়েছে, শুক্রবার বিকেল চারটে নাগাদ রঘুনাথগঞ্জ শহরে ভাগীরথী নদীর ব্রিজ থেকে ঝাঁপ দেয় ওই যুবক। শনিবার রাতে তার প্রাণহীন দেহ উদ্ধার হয় সাইদাপুর এলাকা থেকে।
মৃতের পরিবার সূত্রে খবর, মুর্শিদাবাদের আরও কয়েকজন যুবকের সঙ্গে প্রায় দেড় বছর ওড়িশায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন রোহিত। সম্প্রতি বাংলাদেশে অশান্তির ঘটনার পর ওড়িশাতে বাংলা ভাষাভাষী মানুষের উপর বাংলাদেশী সন্দেহে বেশ কয়েকটি হামলার ঘটনার ঘটে। অভিযোগ সেই সময়ে ওড়িশাবাসীর হাতে একবার আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপরই বাধ্য হয়ে কাজ ছেড়ে মুর্শিদাবাদে নিজের গ্রামের বাড়িতে ফিরে আসেন।
জানা গিয়েছে, পক্ষাঘাতগ্রস্ত হয়ে রোহিতের বাবা দীর্ঘদিন ধরে শয্যাশয়ী। মাও গুরুতর অসুস্থ। ভাই নাবালক। পরিবার চালানোর সমস্ত দায়ভার ছিল রোহিতের ওপর। কাজ হারিয়ে নিয়মিত পরিবারে টাকাও দিতে পারছিলেন না তিনি। মানসিক অবসাদ থেকে শুক্রবার বিকেলে রঘুনাথগঞ্জ শহরের ভাগীরথীর ব্রিজ থেকে ঝাঁপ দেন। শনিবার তাঁর দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
