আজকাল ওয়েবডেস্ক: আবারও জল ছাড়ল ডিভিসি। বুধবার থেকে অঝোর ধারায় ভিজছে বাংলা। আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ভারি বৃষ্টি এবং কয়েকটি জেলায় অতি ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারি বৃষ্টি চলবে আগামিকাল, শুক্রবার পর্যন্ত। এই পরিস্থিতিতে ডিভিসি আরও জল ছাড়ায় দক্ষিণবঙ্গে প্লাবনের আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার সকালে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে আরও জল ছাড়া হয়েছে। সকাল ৮টার পর দুর্গাপুর ব্যারাজ থেকে ৩৬ হাজার ৫৫০ কিউসেক জল ছাড়া হচ্ছে। মাইথন থেকে ১০ হাজার কিউসেক ও পাঞ্চেত থেকে ১২ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। মুষলধারে বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার কারণে কংসাবতী, হলদি ও রূপনারায়ণে জলস্তর বিপজ্জনকভাবে বাড়তে পারে। বন্যা পরিস্থিতির মধ্যে পূর্ব মেদিনীপুরে ভোগান্তি আরও বাড়তে পারে।
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে নিম্নচাপের বৃষ্টির পর ডিভিসির জল ছাড়ায় একাধিক জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ম্যান মেড বন্যা নিয়ে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ডিভিসির জল ছাড়া নিয়ে চিঠি লিখেছিলেন তিনি। পুজোর মুখে একনাগাড়ে ডিভিসি জল ছাড়ার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ইতিমধ্যেই চাষের জমি জলের তলায়। জল জমেছে নিচু এলাকাতেও। ডিভিসির জল ছাড়ার কারণে আবারও প্লাবিত হতে পারে বহু জেলা।
