আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার একসঙ্গে বদলি হলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সমস্ত থানার ওসিরা। বৃহস্পতিবার দুপুরে একটি নির্দেশিকা জারি করে সামশেরগঞ্জ, সুতি এবং সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ কী কারণে এত বড় রদবদল গোটা পুলিশ জেলা জুড়ে? জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিকের মতে, গোটা ব্যাপারটাই ‘রুটিন বদলি’।
জঙ্গিপুর পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘি থানার নতুন ভারপ্রাপ্ত আধিকারিক হচ্ছেন অভিজিৎ সরকার, সুতি থানার নতুন ভারপ্রাপ্ত আধিকারিক হচ্ছেন বিজন রায় এবং সামশেরগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত আধিকারিক হচ্ছেন শিবপ্রসাদ ঘোষ। থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের পাশাপাশি এদিন জঙ্গিপুর পুলিশ জেলার সমস্ত ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিকদেরও বদলির নির্দেশিকা জারি হয়েছে। এর পাশাপাশি বদলি হয়েছে বিভিন্ন থানার এএসআই এবং এসআই পদমর্যাদার একাধিক আধিকারিকদেরও।
