অরিন্দম মুখার্জি: সৌন্দর্যের জন্য পরিচিত বাঙালির কুইন অফ হিলস দার্জিলিং। এই স্থানটি পর্যটকদের জন্য সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দু। ব্রিটিশ শাসনের পর থেকে এখানে নানা সংস্কৃতি ও ঐতিহাসিক সাদৃশ্য গড়ে উঠেছে।

 

সারা বছর ধরেই পর্যটকরা দার্জিলিংয়ে ভ্রমণ করেন, এবং শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা—কোনওই বাধা তাদের জন্য দার্জিলিংয়ে আসার পথে বাধা হয়ে দাঁড়ায় না। বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা পাহাড় এবং চা শিল্পকে উপভোগ করতে এখানে ভিড় করেন তারা। 

 

গত চার-পাঁচ দিন ধরে বৃষ্টির কারণে পর্যটকদের মধ্যে সংশয় দেখা দেয়—তারা কি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারবেন? তবে রবিবার সকালে আবহাওয়ার পরিবর্তন ঘটে। বৃষ্টি কমে গিয়ে ঝকঝকে আকাশে দাঁড়িয়ে যায় কাঞ্চনজঙ্ঘা, যা পর্যটকদের মনে নতুন আশা জাগায়। 

 

সকালে পর্যটকরা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করেন। চারদিনের বৃষ্টির পর রোদ উঠতেই তাদের মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। পর্যটকরা মনে করছেন, সামনে দুর্গাপুজোর সময়ও তারা একই দৃশ্য দেখতে পাবেন এবং বর্ষার সৌন্দর্য উপভোগ করতে পাহাড়ে আসার পরিকল্পনা করছেন।