আজকাল ওয়েবডেস্ক: পাশে দাঁড়ালেন অভিষেক ব্যানার্জি। বঙ্গোপসাগরে টর্নেডোর কবলে মৃত আট মৎস্যজীবীর পরিবারগুলিকে আর্থিক সাহায্য করলেন সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। যদিও তিনি নিজে আসতে পারেননি। মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপী হালদারের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেছেন বলে জানা গিয়েছে। সোমবার বাপী নিজে গিয়ে এই সহায়তা দিয়ে আসেন।
সমুদ্রে মাছ ধরতে গিয়ে টর্নেডোর কবলে পড়েন দক্ষিণ ২৪ পরগণায় নয় জন মৎস্যজীবী। অধিকাংশের বাড়ি কাকদ্বীপের হারউড পয়েন্ট এলাকায়। যে ট্রলারটি নিয়ে তাঁরা গিয়েছিলেন সেই ট্রলার থেকে আট মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়। একজন এখনও নিখোঁজ। তাঁর খোঁজ চালানো হচ্ছে।
যে কজন মৎস্যজীবীর মৃত্যু হয়েছে তাঁদের অধিকাংশই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে। ফলে এই দুর্ঘটনার পর তাঁদের সকলের পরিবারই আর্থিক সংকটের মুখোমুখি হয়েছে। অন্ততপক্ষে কিছুদিন যাতে পরিবারগুলি চলতে পারে সেই কথা ভেবেই এই অর্থসাহায্য বলে দক্ষিণ ২৪ পরগণার এক তৃণমূল নেতা জানিয়েছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এই পরিভারগুলিকে জানানো হয়েছে, দলগতভাবে তাঁরা সবসময় পাশে থাকবেন।
