অতীশ সেন, ডুয়ার্স: চা বাগানে কাজ করার সময় চিতাবাঘের হামলায় গুরুতর আহত হলেন এক মহিলা চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নাগরাকাটা ব্লকের আংরাভাষা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত কলাবাড়ি চা বাগানে। জানা গিয়েছে বাগানের ডায়না লাইনের বাসিন্দা শ্রমিক ঝালো ওরাওঁ শুক্রবার দুপুরে অন্যান্য শ্রমিকদের সঙ্গে ১০ নম্বর সেকশানে কাঁচা চা পাতা তোলার কাজ করছিলেন। সেই সময়ই একটি চিতাবাঘ অতর্কিতে তার উপর ঝাঁপিয়ে পড়ে। আহত অবস্থায় তিনি চিৎকার শুরু করলে অন্যান্য শ্রমিকেরা ছুটে আসেন। এর পরই চিতাবাঘটি ওই মহিলা শ্রমিককে ছেড়ে বাগানের ভেতরেই গা ঢাকা দেয়। অন্যান্য শ্রমিকেরাই আহতকে উদ্ধার করে প্রথমে চা বাগানের হাসপাতাল ও সেখান থেকে সুলকাপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন। মহিলার মুখে, মাথায় মারাত্মক আঘাত থাকায় তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের সূত্রে জানা গিয়েছে, আহত মহিলার চিকিৎসার সমস্ত ব্যবস্থা বনদপ্তরের পক্ষ থেকে করা হচ্ছে। চা বাগানের যে এলাকায় হামলার ঘটনা ঘটেছিল সেখানে প্রয়োজনে খাঁচা পাতা হতে পারে। চা বাগানে কাজ করার সময় চিতাবাঘের হামলা থেকে বাঁচার কৌশল সম্পর্কে শ্রমিকদের অবগত করতে বনকর্মীরা সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন।
