আজকাল ওয়েবডেস্ক: একদিনে ১৮টি যমজ শিশুর জন্ম হল বর্ধমান মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে। হাসপাতালের ইতিহাসে যা মোটামুটি বিরল ঘটনা বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তাঁদের কথায়, ২৪ ঘন্টার মধ্যে ১৮টি যমজ শিশু একসঙ্গে জন্মেছে বলে হুট করে মনে পড়ছে না।
হাসপাতালের প্রসূতি বিভাগের বিভাগীয় প্রধান ডা: মলয় সরকার জানান, 'রেফারাল হাসপাতাল হওয়ায় এখানে অনেক ঝুঁকিপূর্ণ প্রসব করাতে হয়। পরিসংখ্যানে দেখা গিয়েছে, ৮০ জনের মধ্যে একটি যমজ শিশুর জন্ম হয়। এক্ষেত্রে একটি ছাড়া সবকটি প্রসবই হয়েছে সিজারিয়ান পদ্ধতিতে। সবকটি ক্ষেত্রেই সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা ছাড়াও নার্স ও অন্যরা দারুন ভূমিকা পালন করেছেন।'
শিশুদের সম্পর্কে জানাতে গিয়ে হাসপাতালের আরেক চিকিৎসক ডা: সুপ্রতীক বসু জানান, সদ্যজাতদের ওজন ২ কেজি থেকে ২কেজি ২০০ গ্রাম হয়েছে। এদের অভিভাবকরা থাকেন বাঁকুড়া, হুগলি ও নদীয়া জেলায়। এছাড়াও একটি শিশুর অভিভাবকরা থাকেন ঝাড়গ্রামে এবং দুটি পরিবার এসেছে পূর্ব বর্ধমান থেকে।'
বর্ধমানের কাইতির বাসিন্দা কৃষ্ণা নায়েক। তাঁর পরিবারে জন্মেছে যমজ কন্যা। তিনি তাদের নাম রেখেছেন লক্ষী ও সরস্বতী।
যমজ সদ্যজাতদের সম্পর্কে বলতে গিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজের সুপার ডাঃ তাপস ঘোষ জানান, 'শিশুদের মধ্যে ১১ জন কন্যাসন্তান। বাকি সাতজন পুত্রসন্তান। সমস্ত মা ও শিশুই সুস্থ আছেন। চারজনের ওজন কিছুটা কম হওয়ায় তাদের 'নিকু' বা এনআইসিইউতে রাখা হয়েছে। তারাও ভালো আছে। হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গোটা চাপ সামলেছেন জুনিয়র চিকিৎসকরা। ঝুঁকি সামলাতে আমরা সব ব্যবস্থা তৈরি রেখেছিলাম।'
