আজকাল ওয়েবডেস্ক: চড়, বুকে-পেটে লাথি। অরবিন্দ কেজরিওয়ালের সহায়ক বৈভব কুমারের বিরুদ্ধে বিস্ফোরক আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। পুলিশের কাছে দায়ের করা এফআইআরে কীভাবে তাঁকে হেনস্থা করা হয়েছে তার বিস্তারিত বিবরণ দিলেন তিনি। স্বাতী বলেন, সোমবার সকালে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেই সময় বাড়িতে ছিলেন খোজ কেজরিওয়ালও। সেখানে তিনি কিছু সময় ধরে অপেক্ষাও করেন। অভিযোগ, হঠাৎই সেখানে উপস্থিত হন বৈভব কুমার। তিনি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন। স্বাতীকে তিনি সাত-আটবার চড় মারেন। এরপর তাঁর বুকে-পেটে লাথি মারেন বৈভব বলেও অভিযোগ করেছেন স্বাতী। তিনি চিৎকার করে বলতে থাকেন তাঁকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু বৈভব তাঁকে টানা মারতে থাকেন বলে এফআইআরে জানিয়েছেন স্বাতী মালিওয়াল। এরপর কোনওরকমে সেখান থেকে পালিয়ে যান স্বাতী। পুলিশে খবর দেন তিনি। এমনকি কেজরিওয়ালের বাড়ির নিরাপত্তা রক্ষীরা তাঁকে বাড়ি থেকে বের করে দেন বলেও অভিযোগ করেছেন স্বাতী। দিল্লি পুলিশ ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসা করিয়েছেন স্বাতীকে। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে জাতীয় মহিলা সুরক্ষা কমিশনও। স্বাতীর অভিযোগের ভিত্তিতে বৈভবকে খুঁজছে দিল্লি পুলিশ। বিষয়টি নিয়ে বিজেপি কেজরিওয়ালকেই প্রধান ক্রিমিনাল হিসাবে চিহ্নিত করেছে।