আজকাল ওয়েবডেস্ক: প্রজ্বল রেভান্নর যৌন হেনস্থা মামলায় এবার আসরে নামলেন রাহুল গান্ধী। শনিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে একটি চিঠি লেখেন রাহুল। সেখানে তিনি লেখেন, অভিযোগকারীনির পাশে থাকুন। কংগ্রেস সর্বদাই মা এবং বোনেদের পাশে রয়েছে। কর্ণাটক সরকার ইতিমধ্যেই সিট গঠন করে এই ঘটনার তদন্ত করছে। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব তিনি যেন প্রজ্বলের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেন এবং তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসেন। রাহুল আরও লেখেন, সত্যের এই লড়াইতে অভিযোগকারীনির পাশে থাকা প্রধান কাজ। অপরাধী যেন উপযুক্ত সাজা পায়। প্রসঙ্গত, প্রজ্বল রেভান্নর বিরুদ্ধে ইতিমধ্যেই লুক আউট নোটিস জারি করা হয়েছে। দ্রুত তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।