আজকাল ওয়েবডেস্ক : তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য অভিযোগ করেছিলেন, নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের সোনাচুড়াতে অবাধ ছাপ্পা ভোট চালাচ্ছে বিজেপি। ২৭৯ নম্বর বুথে গঙ্গা বাসুলি প্রাইমারী স্কুলের ঘটনা। তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের আরও অভিযোগ ছিল ওয়েব কাস্টিং চলাকালীন ছবি ধরা পড়েছে।
এরপরই মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে এই ভিডিওর আদতেও কোনও সত্যতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। যেহেতু ২৪-এর লোকসভা নির্বাচনে প্রথম থেকেই ওয়েব কাস্টিংয়ের ওপর জোর দিচ্ছে কমিশন তাই প্রত্যেকটি সিসিটিভি ফুটেজ ওই এলাকার খতিয়ে দেখেন মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর।
ওয়েব কাস্টিং খতিয়ে দেখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সিইও আরিজ আফতাব জানান, এটা ভুল খবর। এখানে ভিভিপ্যাট চেঞ্জ করতে হয়েছিল। কোনও ছাপ্পা হয়নি।