১৯৮৪ সাল, রূপোলি পর্দায় সুইমিং কস্টিউমে এক বাঙালি তরুণীকে দেখল বাঙালি। ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই লাইমলাইটে এল 'কোনি' ওরফে শ্রীপর্ণা মুখার্জি। সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের পাশে দাঁড়িয়ে নজর কাড়ল শ্রীপর্ণার অভিনয়। জাতীয় পুরস্কারের মঞ্চে সমাদৃত হল ছবি 'কোনি'। পুরস্কার ও প্রশংসায় ভরে উঠল শ্রীপর্ণার ঝুলি। এত জনপ্রিয়তার পরও সিনেমা জগত থেকে স্বেচ্ছায় নির্বাসন নিলেন তিনি। আর কোনওদিনই লাইট-ক্যমেরা-অ্যাকশনের জগতে ফিরে এলেন না শ্রীপর্ণা। ঠিক কী ঘটেছিল?
'কোনি' সিনেমার পর আর কেন সিনেমা জগতে ফিরে এলেন না শ্রীপর্ণা মুখার্জি? আজকাল ডট ইন-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন পর্দার 'কোনি'

