আজকাল ওয়েবডেস্ক : পাখির চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তার আগে দেশের যুব এবং ছাত্র সমাজের মধ্যে ২০৪৭ সালের উন্নত ভারতের স্বপ্ন ফেরী করতে উদ্যোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই লক্ষ্যেই "বিকশিত ভারত @২০৪৭: ভয়েস অফ ইউথ" অভিযানের সূচনা প্রধানমন্ত্রীর। ২০৪৭ সালে ভারতের স্বাধীনতা অর্জনের ১০০ বছর পূর্তি। তার আগেই উন্নয়ন-প্রযুক্তিতে আত্মনির্ভর করে উন্নত ভারত গড়তে চান মোদি। সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে দেশের ছাত্র সমাজের পরামর্শ চান প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যেই "বিকশিত ভারত @২০৪৭: ভয়েস অফ ইউথ" অভিযানের উদ্বোধন। গোটা কর্মসূচির আয়োজনে নীতি আয়োগ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক ও অধ্যাপকদের সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত তৈরির দিশা দেখান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজভবনেও। উপস্থিত ছিলেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। এর পাশাপাশি নরেন্দ্র মোদির "বিকশিত ভারত" সংকল্পের অনুপ্রেরণায় একটি অনন্য প্রতিযোগিতার আয়োজন করেছে রাজভবন। সকলকে প্রতিযোগিতায় আমন্ত্রণের অনুরোধও জানিয়েছেন রাজ্যপাল। রাজভবন তরফে খবর, প্রতিটি প্রতিযোগিতায় প্রতিটি বিভাগ থেকে ৫জন বিজয়ী নির্বাচন করা হবে। এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে পুরস্কারও দেওয়া হবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ইমেল মারফত আবেদন করতে বলা হয়েছে।