ডার্বিতে দল নামাল না মোহনবাগান। ওয়ার্ম আপ করে উঠে যায় ইস্টবেঙ্গল দল। নিয়ম অনুযায়ী এক ঘণ্টা অপেক্ষা করে খেলা ভেস্তে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন ম্যাচ কমিশনার। ম্যাচের ভাগ্য নির্ভর করছে লিগ সাব কমিটির ওপর।