নবান্ন বাসস্ট্যান্ডের কাছে অবস্থানে বসার আগেই ডিএ আন্দোলনকারীদের আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি। শর্ত সাপেক্ষে ২২ থেকে ২৪ ডিসেম্বর নবান্ন বাসস্ট্যান্ডে যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি দিয়েছে হাইকোর্ট। কিন্তু বাসস্ট্যান্ডে যাওয়ার আগেই পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে নবান্নর সামনের রাস্তাতেই বসে পড়েন ভাস্কর ঘোষের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।