রাজ্য সরকারের একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ। বিধাননগর বিজেপির মহাকুমা শাসক দপ্তর(SDO) অভিযান। প্রশাসনিক দপ্তরে যাওয়ার আগেই ব্যারিকেট করে মিছিল আটকে দেয় পুলিশ। পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। বুধবার দুপুরে বিধাননগর বিজেপির পক্ষ থেকে রাজ্যসরকারের বিরুধ্যে একাধিক দুর্নীতির অভিযোগ এনে SDO অফিস অভিযানের ডাক দেওয়া হয়। সেইমত বিজেপি সমর্থকরা বুধবার দুপুরে করুণাময়ীর সামনে জমায়েত হয়, সেখান থেকে মিছিল করে SDO অফিসে যেতে চায় তারা। মূলত রেশন, আবাস যোজনা ও ১০০ দিনের কাজের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ নিয়ে তারা বিধাননগর SDO কে ডেপুটেশন জমা দিতে চায়। কিন্তু করুণাময়ী থেকে মিছিল করে এসডিও অফিসের সামনে পৌঁছানোর পর, মিছিল আটকে দেয় পুলিশ। এরপরই রাস্তায় বসে পড়ে বিজেপি সমর্থকরা। যদিও পড়ে ৬ জন বিজেপি সমর্থক এসডিও অফিসে ডেপুটেশন জমা দিতে যায়।
