তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে তলব ইডির। অ্যালকেমিস্ট চিটফান্ড মামলার তদন্তে তলব বলে সূত্রের খবর। অভিযোগ, ২০১৪-র ভোট প্রচারে তৃণমূলের হেলিকপ্টার ভাড়ার খরচ দেয় অ্যালকেমিস্ট। দেখে নিন আজকের সেরা ১০টি খবর।