তার গোটা জীবনের পড়তে পড়তে রয়েছে ইতিহাস। কখনও শহরবাসীর উদযাপেন সামিল হয়েছে, তো কখনও আবার পুড়েছে বিক্ষোভের আঁচে। শহর কলকাতার শত শত পালাবদল আর যাপনচিত্র বদলের সাক্ষী হয়ে আজ সে শহর তথা বাঙালির অন্যতম নস্ট্যালজিয়া।