
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মিল্টন সেন,হুগলি: ভারতীয় রেলকে কি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্রের সরকার? প্রশ্ন তুললেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। সোমবার এক সাংবাদিক সন্মেলনে যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংসদ। বলেছেন, একের পর এক রেল দুর্ঘটনা রেল বেসরকারি করণের ইঙ্গিত পরিষ্কার করে দিচ্ছে। দুর্ঘটনায় নিরীহ সাধারণ যাত্রীদের প্রাণ যাচ্ছে। অথচ নীরব, ঘুমোচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে আবারও ঘটে গেছে ভয়াবহ রেল দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন একাধিক যাত্রী। একইভাবে গত জুন মাসেও ওড়িশার বালেশ্বর স্টেশনের কাছে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। নজিরবিহীন ভাবে একই লাইনে এসে যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে তিনটি ট্রেন, করমন্ডল এক্সপ্রেস, যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেন। সেই দুর্ঘটনার পরই সরব হয়েছিলেন বিরোধীরা। প্রশ্ন তুলেছিলেন রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তার ঠিক চার মাসের মধ্যেই আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো অন্ধ্রপ্রদেশে। আবারও ঘটল মুখোমুখি দুই প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষ। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় ১৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে। সাংসদের অভিযোগ, যাত্রীদের সেফটি সিকিওরিটি নিয়ে কোনও মাথাব্যথা নেই। প্রায় প্রতিমাসেই একটা করে ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। অথচ দেশের সরকার ঘুমাচ্ছে। ওদের কাছে সাধারণ মানুষের জীবনের কোনও দাম নেই। নেই যাত্রী নিরাপত্তা নিয়ে ভাবার সময়। ওরা বর্তমানে প্রতিহিংসার রাজনীতিতে ব্যস্ত। শুধু দুটো কাজ সিবিআই আর ইডি কে ব্যবহার করে বিরোধীদের হেনস্থা করা। আর দ্বিতীয় কাজ গায়ের জোরে নির্বাচন জিতে নেওয়া। গাজোয়ারী করে আর মানুষকে ভুল বুঝিয়ে কীভাবে নির্বাচন জিততে হয় তা ওরা করে দেখিয়েছে। একটার পর একটা রেল দুর্ঘটনা ঘটছে, প্রাণ হারাচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ। নিরাপত্তা নেই, মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তাঁর প্রশ্ন, তিনি নিজে রেলের একজন কনসালটেটিভ কমিটির মেম্বার। এত দিনে কটা কনসাল্টটেটিভ মিটিং হয়েছে? এভাবে দেশের মানুষের জীবন নিয়ে খেলার দায়িত্ব ওদের কে দিয়েছে? রবিবার আবারও বিশাখাপত্তনাম বিজয়নগরমের কণ্টকপল্লীতে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনা আগামী দিনে রেলকে বেসরকারিকরণের সংকেত দিচ্ছে। সাংসদ মনে করছেন, যাত্রী নিরাপত্তা নিয়ে রেলের উদাসীনতায় পরিষ্কার বেসরকারীকরণের দিকেই এগোচ্ছে রেল।
ছবি পার্থ রাহা।
চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে