
সোমবার ০৫ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি: মাত্র আট বছরের বালককে কুপিয়ে, মাথা থেঁতলে খুন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের আদর্শ নগরে। মৃতের নাম শ্রেয়াংশু শর্মা(৮)। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। ওই বালক একা ঘরে তখন টিভি দেখছিল। কিছুক্ষণ পরে তার খুরতুতো দিদি ঘরে ঢুকে দেখতে পান রক্তাক্ত অবস্থায় তাঁর ভাই মাটিতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা শ্রেয়াংশুকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন করা হয়েছে বালককে। শুক্রবার রাতের ঘটনার পর এদিন শোকগ্রস্ত থমথমে গোটা এলাকা। পরিবার সূত্রে জানা গেছে, শ্রেয়াংশু শর্মাকে খুন করার জন্য ইট, ফল বা সবজি কাটার ছুরি, গণেশ ঠাকুরের মূর্তি, ও খাবার খাওয়ার ছোট টেবিল ব্যবহার করা হয়েছে। মাথা থেঁতলে খুন করা হয়েছে ওই বালককে। ঘটনার সময় বাড়িতে একা ছিল শ্রেয়াংশু। সেই সুযোগ কাজে লাগায় খুনি। জয়েন্ট ফ্যামিলি। বাবা, মা, জেঠু, জেঠিমা, দাদু, ঠাকুমা সবাই জীবিত পরিবারে। বাবা পঙ্কজ শর্মা কলকাতায় বেসরকারি কোম্পানিতে কাজ করেন। মা কোন্নগরে একটি ফুড ক্যাফেতে কাজ করেন। পরিবারের অনুমান দিন কয়েক আগে স্কুলের একজন সিনিয়ার দাদার সঙ্গে স্কুলে যাওয়ার পথে ঝগড়া হয়েছিল। তার পরেও একাধিকবার ঝগড়া হয় তাদের মধ্যে। শ্রেয়াংশুর মা ওই ছাত্রের পরিবারকে ঘটনার কথা জানিয়েও এসেছিল। সন্ধ্যায় ঘরে একা টিভি দেখছিল শ্রেয়াংশু। প্রথমে শ্রেয়াংশুর জেঠতুতো দিদি তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পুলিশ খুনে ব্যবহৃত ছুরি, ইট, গণেশ মূর্তি, খাবার খাওয়ার টেবিল সব কিছু বাজেয়াপ্ত করেছে। প্রতিবেশীদের সঙ্গে খুবই ভাল সম্পর্ক রয়েছে এই পরিবারের। শনিবার ঘটনাস্থলে পৌঁছন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগী। সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখার পর তিনি বলেছেন, একটা আট বছরের শিশুর উপর হামলা হয়েছে। যে ধরনের আক্রমণ হয়েছে তা চোখে দেখা যায় না। পরে শিশুটির মৃত্যু হয়েছে। কী কারণে খুন হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তার পরিবার-পরিজনের সঙ্গে কথা বলা হচ্ছে। ঘটনার ফরেনসিক তদন্ত হবে। যে ঘরে ঘটনা ঘটেছে সেই ঘরটি আপাতত সিল করে দেওয়া হয়েছে। বাড়িতে পোষ্য কুকুর রয়েছে, তবে পোষ্যটা সব সময় চেঁচায়। তাই ঘটনার সময় কুকুরের আওয়াজকে কেউ গুরুত্ব দেয়নি।
ছবি: পার্থ রাহা
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
'স্ট্রং ম্যান' হুমায়ুন, বহরমপুরে রুদ্ধদ্বার বৈঠকে মুর্শিদাবাদে ১০ জনের বিশেষ কমিটি গঠনের নির্দেশ মমতার
‘পরীক্ষার আগে বেশি খাটতেই হয়নি’, আইসিএসই-তে দ্বিতীয় হয়ে জানাচ্ছেন ইস্টবেঙ্গলের বড় ভক্ত আরুষ
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে