শনিবার ২২ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ : ০২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শ্রমিক, কৃষক ও ক্ষেত মজুরদের জরুরি ১০ দফা দাবি আদায়ের ভিত্তিতে মঙ্গলবার সিটু এবং বামেদের অন্য কিছু সংগঠনের ডাকে মুর্শিদাবাদ জেলাশাসক দপ্তর অভিযান এবং আইন অমান্য কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল বহরমপুর শহর।আজ দাবি আদায়ের লক্ষ্যে ওই সংগঠনগুলোর তরফে আইন অমান্য ও জেল ভরো কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।
সিপিআইএমে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে একটি মিছিল শুরু হয় বহরমপুর পঞ্চাননতলা এলাকা থেকে। এই মিছিল বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এসে পৌছলে পুলিশের তরফ থেকে জেলাশাসকের অফিসের দিকে বাম কর্মীদেরকে অগ্রসর হতে বাধা দেওয়া হয়।
অভিযোগ মিছিল আটকানোর পরেই মারমুখী হয়ে ওঠেন বাম কর্মীরা। প্রথমে তাঁরা ব্যারিকেড ভেঙে জেলাশাসকের অফিসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু র্যাফ এবং পুলিশকর্মীরা বাধা দিলে তাঁদের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
পুলিশের কাছ থেকে বাধা পেয়ে কিছু বাম কর্মী সমর্থক বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে নেমে যান এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাম নেতৃত্বের তরফ থেকে বারবার তাদের কর্মী সমর্থকদেরকে মাঠে না গিয়ে মূল রাস্তায় থেকে আইন অমান্য আন্দোলন কর্মসূচিতে থাকার জন্য মাইকে অনুরোধ জানানো হয়। কিন্তু হঠাৎই উত্তেজিত বাম কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বহরমপুর স্কোয়ার ফিল্ডের মাঠ থেকে ঢিল এবং পাথর ছুঁড়তে থাকে।
হঠাৎ আক্রমণের মুখে পড়ে কিছুটা বেসামাল হয়ে যায় পুলিশ বাহিনী। ঢিলের আঘাতে কয়েকজন পুলিশ কর্মীর মাথা ফাটে এবং কয়েকজন অল্পবিস্তার আহত হন। এরপরই পাল্টা লাঠিচার্জ শুরু করে বহরমপুর থানার পুলিশ এবং কমব্যাট ফোর্সের জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড কাঁদনে গ্যাসের সেলও ছোঁড়া হয়। এরপরই বামেদের তরফ থেকে আজকের আইন অমান্য কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।
বামেদের তরফ থেকে দাবি করা হয়েছে -কোনও প্ররোচনা না থাকা সত্ত্বেও পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়েছে। পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন বাম কর্মী সমর্থক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। কমপক্ষে ৮ জন বাম -কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ।
নানান খবর

নানান খবর

'আপনাদের মেয়েকে মেরে ফেলেছি', খুনের পর শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর মৃত্যু সংবাদ দিল স্বামী

ধূলাগড়ের প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

ধর্ষণের পর কোপ, গলায় গামছার ফাঁস জড়িয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত

গৃহহীন মানুষের স্থায়ী আশ্রয়ের লক্ষ্য, চুঁচুড়া পুরসভায় এলাকায় পথ চলা শুরু 'নবজীবন'-এর

গাছ ভরে গিয়েছে মুকুলে, বেড়িয়েছে কুঁড়ি, 'আম আদমি'র ঘরে ঘরে এবছর কি সস্তায় আম?

উত্তর কলকাতায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা যুবকের, তদন্তে পুলিশ

‘পুজো বলতে জগদ্ধাত্রীকেই বুঝি’, বিশ্ববাংলা জগদ্ধাত্রী সম্মানে চন্দননগরের ভূয়সী প্রশংসায় ইন্দ্রনীল সেন

রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল গ্রেটার নেতা বংশীবদন বর্মনকে

রক্তে ভাসছে চারপাশ, চা বাগানে উদ্ধার ম্যানেজারের দেহ

'চিলে কান নিয়ে গেছে', বাংলার প্রাচীন প্রবাদ যেন সত্যি হয়ে যাচ্ছে মুর্শিদাবাদের এই গ্রামে

প্রথম মহিলা যাকে সাজা দেওয়া হল, জেলে থাকতে হবে পাঁচ বছর

পুলিশ পরিচয়ে বর্ধমানে অন্তঃসত্ত্বা আইনজীবীকে মারধর, মৃত গর্ভস্থ সন্তান, কর্মবিরতিতে বর্ধমান বার অ্যাসোসিয়েশন

অজানা ফলের আতঙ্ক মাথাভাঙ্গা শহরে, বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

রাজ্যে আয়ুষ্মান ভারত হেল্থ কার্ডের নামে তোলা হচ্ছে টাকা, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ

টিউশন থেকে ফেরার পথে ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তকে গাছে বেঁধে পুলিশকে খবর বাসিন্দাদের