আজকাল ওয়েবডেস্ক : চলতি বছরের জুন মাস থেকে নাগাল্যান্ডে ক্রমেই উধ্বমুখী ডেঙ্গু। দেখা গিয়েছে ২৯০৯ জনের দেহে ডেঙ্গুর জীবানু ধরা পড়েছে। সমীক্ষা থেকে দেখা যাচ্ছে বিগত ২০ বছরে এটাই সর্বোচ্চ হিসাব সেখানে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে সাধারণ মানুষ যেন চিন্তায় না পড়েন তাদের জন্য সবধরনের ব্যবস্থা রেখেছে সেখানকার সরকার। তবে সরকারের এই কথায় মোটেই আমল দিতে চায় না নাগালান্ডবাসী। তাদের অভিযোগ যদি আগে থেকেই সতর্ক হয়ে ব্যবস্থা নেওয়া হত তাহলে এই ধরনের দিন দেখতে হত না। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেখানে সরকারের কাছে পর্যাপ্ত ব্যবস্থা নেই বলেই জানাচ্ছে সেখানকার বাসিন্দারা। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এখনই আতঙ্কিত হওয়ার কিছুই নেই। ডেঙ্গু প্রতিরোধে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাসপাতালগুলিতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি সংখ্যায় শয্যা বাড়ানো হয়েছে। তবে ডেঙ্গু নিয়ে নাগাল্যান্ড সরকার যতই সাফাই দিক না কেন সেখানে পরিস্থিতি যে অনেকটাই হাতের বাইরে চলে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
