মঙ্গলবার ০৭ অক্টোবর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | ‘আমরা বাবার লোক’ বলে দলিত যুবককে পিটিয়ে খুন যোগীরাজ্যে, রাহুল গান্ধীর নাম বলতেই বর্বর অত্যাচার!

আর্যা ঘটক | ০৭ অক্টোবর ২০২৫ ১৯ : ২৬Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: এই মৃত্যু কি এড়ানো যেত না? উত্তরপ্রদেশের রায়বরেলীতে এক দলিত যুবককে পিটিয়ে মারার ঘটনায় পুলিশের চূড়ান্ত গাফিলতির যে হিমশীতল চিত্র সামনে এসেছে, তা দেখে শিউরে উঠছে গোটা দেশ। সময়মতো পুলিশি হস্তক্ষেপ হলে হয়তো বাঁচানো যেত একটি তরতাজা প্রাণ। নাকি বিজেপির শাসনে দলিতদের নির্যাতিত হওয়াই নতুন নিয়ম? প্রশ্ন বিরোধীদের।

ঘটনার সূত্রপাত ২ অক্টোবরের রাতে। ফতেপুরের বাসিন্দা ৩৮ বছরের হরিওম পাসোয়ানকে ‘ড্রোন চোর’ সন্দেহে পিটিয়ে মারে উন্মত্ত জনতা। গত কয়েক সপ্তাহ ধরে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় ‘ড্রোন চোর’ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হোয়াটসঅ্যাপ এবং স্থানীয় গুজবের মাধ্যমে ছড়ানো এই তত্ত্বে বলা হচ্ছে, একদল দুষ্কৃতী ড্রোন উড়িয়ে ধনী বাড়ি চিহ্নিত করে রাতে হানা দিচ্ছে। এই গুজবের জেরেই গ্রামীণ ও আধা-শহুরে এলাকাগুলিতে গভীর সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। সাধারণ পথচারী, পরিযায়ী শ্রমিক বা ডেলিভারি কর্মীদেরও এই গ্যাং-এর সদস্য ভেবে বসছেন গ্রামবাসীরা। এমনিতেই বিজেপির বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ নতুন নয়। সেই বিতর্কেই ঘি ঢেলেছে এই ঘটনা।

নেটমাধ্যমে রীতিমতো ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মৃত্যুর ঠিক আগের মুহূর্তে হরিওমকে নৃশংস ভাবে মারধর করা হচ্ছে, বিবস্ত্র করে বেঁধে রেখে উন্মত্ত জনতা বিদ্রূপ করে বলছে, “আমরা বাবা’র লোক।” সাহায্যের জন্য শেষ আর্তনাদে হরিওমকে “রাহুল গান্ধী” বলে চিৎকার করতে শোনা যায়, আর তার পরেই তাঁর উপর নেমে আসে আরও নির্মম প্রহার।

প্রত্যক্ষদর্শী বয়ান অনুযায়ী, দীর্ঘক্ষণ এই মর্মান্তিক ঘটনা চললেও পুলিশ বারবার সাহায্যের আর্তি উপেক্ষা করেছে। রাত প্রায় ৯টা নাগাদ গাদাগঞ্জ এলাকার একটি ধাবার কাছে স্থানীয়রা হরিওমকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে ‘ড্রোন চোর’ বলে সন্দেহ করে। ভিড় জমতে শুরু করলে মণীশ যাদব নামে এক যুবক গাদাগঞ্জের এসএইচও দয়ানন্দ তিওয়ারিকে ফোন করে জানান, প্রায় ৬০ জন গ্রামবাসী এক ব্যক্তিকে ঘিরে ধরেছে এবং অবিলম্বে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন। থানা থেকে ধাবার দূরত্ব দশ মিনিট। তা সত্ত্বেও ৪৫ মিনিট পর্যন্ত আসেনি পুলিশ।

শেষ পর্যন্ত রাত ৯টা ৪৮ মিনিটে পুলিশের একটি গাড়ি (পিআরভি ১৭৭০) ঘটনাস্থলে পৌঁছয়। তাতে ছিলেন হোমগার্ড নরেন্দ্র যাদব এবং অনিরুদ্ধ তিওয়ারি। তাঁরা হরিওমকে জেরা করেন। প্রত্যক্ষদর্শীদের মতে কথা শুনে বোঝা যায় ওই যুবক মানসিক ভাবে অসুস্থ। কিন্তু পুলিশ গাড়িতে করে তাঁকে উদ্ধার করতে অস্বীকার করেন সিনিয়র পুলিশকর্মী জয়সিংহ যাদব। অভিযোগ, তিনি বলেন, “গাড়ি চালু কর। জ্ঞান দিস না। যেখানে যেতে চায়, যেতে দে।” এরপরেই গ্রামবাসীদের ভিড়ের মধ্যে হরিওমকে ফেলে রেখে পুলিশ চলে যায়।

কিছুক্ষণ পরেই হরিওম পালানোর চেষ্টা করলে উনচাহার থানা এলাকার ঈশ্বরদাসপুর গ্রামে ফের ধরা পড়েন। জনতা তাঁকে বেঁধে রেখে লাঠি ও বেল্ট দিয়ে নির্মম ভাবে পেটাতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁর গোপনাঙ্গে আঘাত করা হয় এবং যন্ত্রণায় চিৎকার করলে মুখে জল ঢেলে দেওয়া হয়। তিনি যখন “রাহুল গান্ধী” বলে চিৎকার করেন, তখন ভিড়ের মধ্যে থেকে একজন বলে ওঠে, “এটা বাবা’র এলাকা।”

রাত ১০টা ১২ মিনিট নাগাদ প্রেম সিংহ নামে আর এক পুলিশকর্মী ধাবার মালিককে ফোন করে জানান, তিনি রাতের খাওয়া সেরে আসছেন। সাহায্য যখন পৌঁছয়, হরিওম তখন অর্ধমৃত। পরে জনতা তাঁর দেহ একটি রেললাইনের কাছে ফেলে দেয়। পরদিন সকালে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়, মাথায় ছিল গভীর আঘাতের চিহ্ন এবং বুক জুড়ে বেল্টের দাগ।
হরিওম ফতেপুর থেকে রায়বরেলী এসেছিলেন উনচাহারের এনটিপিসি-তে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কর্মরত তাঁর স্ত্রী পিঙ্কির সঙ্গে দেখা করতে। পিঙ্কির কথায়, তাঁর স্বামী মানসিক অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন। তিনি বলেন, “আমার স্বামী শিক্ষিত এবং দয়ালু ছিলেন। ওঁরা ওকে পশুর মতো মেরেছে।” তিনি সমস্ত অভিযুক্তের কঠোরতম শাস্তি দাবি করেছেন।

পরের দু'দিনে এই ঘটনার তিনটি ভিডিও প্রকাশ্যে এসেছে। প্রথম ভিডিওতে দেখা যায় রেললাইনের ধারে পড়ে থাকা হরিওমের নিথর, রক্তাক্ত দেহ। দ্বিতীয়টিতে, জনতা তাঁকে লাঠি দিয়ে পেটাচ্ছে এবং “চোর-চোর” বলে চিৎকার করছে। কিন্তু তৃতীয় ভিডিওটি গোটা দেশকে নাড়িয়ে দেয়। ১ মিনিট ২১ সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায়, হরিওমকে বিবস্ত্র করে তাঁরই জামা দিয়ে বেঁধে ঊরু ও যৌনাঙ্গে আঘাত করা হচ্ছে। যন্ত্রণায় তিনি কাতরাচ্ছেন, আর হামলাকারীরা তাঁকে নিয়ে মশকরা করছে, মুখে জল ঢালছে এবং একে অপরকে “মারতে থাক” বলে উৎসাহ দিচ্ছে।

আরও পড়ুনঃ দার্জিলিঙের রাস্তায় ময়লা ফেলছিলেন বিহারী পর্যটকেরা, প্রতিবাদ করায় স্থানীয়দের উপর দাদাগিরি! ভাইরাল ভিডিও...

এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক শোরগোল পড়েছে যোগিরাজ্যে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজে ফোন করে নিহতের বাবা গঙ্গাদীন এবং ভাই শিবমকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে খবর। কংগ্রেস সূত্রে খবর প্রায় ১৫ মিনিট ফোনে কথা বলেন রাহুল।

পরদিন সকালে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই ফতেপুরে নিহতের পরিবারের সঙ্গে দেখা করে যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে “জঙ্গলরাজ”-এর অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “আমরা বাবা’র লোক বলে চিৎকার করতে করতে ওরা ওঁকে মেরে ফেলল। পুলিশ দাঁড়িয়ে দেখল আর ওঁকে মরার জন্য ফেলে রেখে গেল। এই সরকারে ঘৃণা আর অপরাধীরাই শেষ কথা বলে।”

গোটা ঘটনায় রীতিমতো ব্যাকফুটে বিজেপি। উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাটিকে “অত্যন্ত উদ্বেগজনক” আখ্যা দিয়ে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন। রায়বরেলীর এসপি যশবীর সিংহ কর্তব্যে গাফিলতির জন্য উনচাহারের এসএইচও-সহ ছয় পুলিশকর্মীকে সাসপেন্ড করেছেন বলে জানিয়েছেন। ১২ জন অভিযুক্তের মধ্যে ১০ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

তবে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যাই বলুন উনচাহারের বিধায়ক মনোজ কুমার পাণ্ডে অভিযোগ করেন, “কিছু নেতা শকুনের মতো মৃতদেহের অপেক্ষায় থাকে, রাজনীতি করার জন্য। এটা কোনও সর্বভারতীয় ইস্যু নয়।”
নিহতের স্ত্রী পিঙ্কির দাবি, “আমার স্বামী চোর ছিলেন না। মানসিক ভাবে অসুস্থ হলেও সম্পূর্ণ নিরপরাধ ছিলেন। জনতা ঘণ্টার পর ঘণ্টা ধরে ওঁকে নির্যাতন করেছে। ওঁকে যে কষ্ট দেওয়া হয়েছে, অপরাধীদেরও যেন সেই একই যন্ত্রণা ভোগ করতে হয়।”


নানান খবর

হিমাচল প্রদেশের বিলাসপুরে ভুমিধসে মৃত অন্তত ১৫, চলছে উদ্ধারকাজ

এসির টিকিট নেই, উল্টে টিটিকেই শাসানি! শিক্ষিকার ‘গুন্ডামি’র ভিডিও দেখে নিন্দার ঝড় নেটপাড়ায়

হাতে আর বেশি দিন নেই, সন্তানদের কে দেখবে! দুশ্চিন্তায় দুই ছেলে-মেয়েকে শেষ করলেন ক্যানসার আক্রান্ত বাবা

অধ্যাপকেরা ‘আরবান নকশাল’! ছাত্রদের মন বিষিয়ে দেন, শিক্ষকদের বেনজির আক্রমন আরএসএস-ঘনিষ্ঠ উপাচার্যের, নিন্দার ঝড় শিক্ষামহলে

গভীর নিম্নচাপের চোখরাঙানি, একটানা অতি প্রবল বৃষ্টির চরম সতর্কতা এই রাজ্যগুলিতে, বাংলার ভাগ্যে কী আছে?

প্রধান বিচারপতিকে জুতো ছোঁড়ার চেষ্টার নিন্দা মোদির, ‘প্রত্যেক ভারতীয় ক্ষুব্ধ’, বললেন প্রধানমন্ত্রী

গোপনে দেশে এসে গোয়ায় ছিলেন! ইজরায়েলি নাগরিককে সুপ্রীম কোর্টের তিরস্কার, "আপনার সন্তান গুহায় ছিল, আপনি কোথায় ছিলেন?"

জয়পুর এসএমএস হাসপাতালে আগুনে মৃত্যু নয়, দাবি কর্তৃপক্ষের, 'চিকিৎসার ঘাটতিতে প্রাণ গেল ছয় জনের'

প্রায় ৪৯ কোটি টাকার ভুয়ো মদ চালান কেলেঙ্কারি! গা ঢাকা দিয়েও রক্ষা হলনা, ইডির জালে ধরা পড়ল দুই অভিযুক্ত

'হ্যাপি ডিভোর্স', দুধ-স্নান করিয়ে ছেলেকে শুদ্ধ করলেন মা, চকোলেট কেক-এ যা লিখলেন, চোখ ছানাবড়া নেটিজেনদের

খেলতে খেলতে আচমকা পা পিছলে পড়ে মৃত্যু মাত্র আট বছরের শিশুর! শহরে চাঞ্চল্যকর ঘটনা

"দলিত হয়ে মন্দিরে ঢুকবি এত সাহস!', গুজরাটে করুণ পরিণতি যুবকের 

ছবি তোলাই লক্ষ্য! রোগীকে বিস্কুট দিয়েই ফের কেড়ে নিলেন বিজেপি নেত্রী, ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

জামনরে মুসলিম যুবককে গণপিটুনি দিয়ে হত্যার মামলার তদন্তকারীরাই অভুযুক্তদের মিছিলে, পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

অবশেষে টনক নড়ল কেন্দ্রের, বিষাক্ত কফ সিরাপে দেশজুড়ে শিশুমৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক স্বাস্থ্যমন্ত্রকের

'নতুন ইনিংসের প্রস্তুতি...'! শীঘ্রই কেরিয়ারে দ্বিতীয় অধ্যায় শুরু করছেন গোবিন্দা? অভিনেতার পোস্টে জোর চর্চা

উত্তরে ফের প্রবল বৃষ্টি, একাধিক ট্রেনের রুট বদল, দেখে নিন একঝলকে

কীভাবে নিজের হারিয়ে যাওয়া অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত পাবেন, পথ দেখাল আরবিআই

কুমারগ্রামে বন্যা বিধ্বস্ত এলাকায় স্থানীয়দের রোষের মুখে বিধায়ক মনোজ কুমার ওঁরাও, শুনলেন 'গো ব্যাক স্লোগান'

আইএফএ শিল্ডের সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত মোহনবাগান, শিল্ডে ইস্টবেঙ্গল কোচের হটসিটে কে?

ভারতের ট্রফি চুরি করা নকভি এবার এই পাক তারকার বিয়েতে হাজির, ভাইরাল ভিডিও

'ভালবাসায় দর কষাকষি...'-প্রাক্তন স্বামী আরবাজের ঘরে কন্যা সন্তান আসতেই পোস্ট মালাইকার! কোন ইঙ্গিত দিলেন অভিনেত্রী?

অতমারি সম্ভাবনা প্রবল, ৪০ হাজার বছর পুরনো এমন ভয়ঙ্কর ভাইরাসকে জাগিয়ে তুললেন বিজ্ঞানীরা, কিন্তু কেন?

সোহম চক্রবর্তীর বাড়ির লক্ষ্মীপুজোয় হাজির প্রসেনজিৎ থেকে অঙ্কুশ ঐন্দ্রিলা

অল্প বয়সে চোখের দৃষ্টি ঝাপসা? শরীরে এই ভিটামিনের ঘাটতিতেই দৃষ্টিশক্তি কমছে না তো! ঘরোয়া উপায়ে কীভাবে পূরণ করবেন?

রোহিত-কোহলিকে দলে নেওয়া হল কেন? বিরাট প্রশ্ন করলেন দেশের প্রাক্তন ক্রিকেটার

স্বপ্ন ছিল ফুটফুটে কন্যা সন্তানের, দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়ে কি সেই ইচ্ছেপূরণ হবে ভারতী সিং-এর? 

ডুবে গিয়েছে বনাঞ্চল, নদীতে ভেসে এল গন্ডার, আশ্রয়ের খোঁজে দৌড়াদৌড়ি, চলছে কুনকি হাতি নিয়ে তল্লাশি

মাত্র ৩ দিনে উধাও বহু বছরের কোষ্ঠকাঠিন্য! রামদেবের টোটকাতেই মাখনের মতো বেরিয়ে আসবে পুরনো মল

গম্ভীরের পরিকল্পনায় নেই এই তারকা বোলার, বাংলার হয়ে রঞ্জি খেলবেন

অবিশ্বাস্য! মাত্র তিন বছরের শিশুকন্যাকে 'ইচ্ছাকৃতভাবে অনাহারে' রেখে খুনের অভিযোগ উঠল এক ভারতীয় দম্পতির বিরুদ্ধে, লন্ডনে হাড়হিম কাণ্ড

বাড়ছে জুবিন গর্গের মৃত্যুরহস্য! কেন এক কোটি টাকা লেনদেন হয়েছিল গায়কের দুই নিরাপত্তারক্ষীর অ্যাকাউন্টে?

টানা চতুর্থ দিনে আশা জাগিয়েও নিরাশা! রহস্য সমাধান করলেন বিশেষজ্ঞরা

এশিয়া কাপ শেষ হয়েও হয়নি শেষ, নকভিকে একহাত নিলেন ভাজ্জি

জাতীয় সেভিংস সার্টিফিকেট: অক্টোবর-ডিসেম্বর সুদের হার দেখেই লাফিয়ে উঠবেন

"কার্নিভাল নিয়ে রাজনীতি হচ্ছে, সেদিন আমরা এলে উদ্ধারকাজ ব্যাহত হত", জানালেন মমতা

হজম করেছিলেন ছয় ছক্কা, হ্যাটট্রিক রয়েছে ভারতের বিরুদ্ধে, সেই বোলার পানশালার ব্যবসায় কোটি কোটি টাকা লাভ করছেন

মানসিক চাপে জর্জরিত? ওষুধ-থেরাপি নয়, ডায়েটের এই সব খাবারেই কমবে কর্টিসলের মাত্রা, দূর হবে সব দুশ্চিন্তা

সোশ্যাল মিডিয়া