
সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে ঘোর আপত্তি। শেষমেশ গুলি করে মেয়েকে খুন করে, দেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশ খুনের মামলা রুজু করেছে। কিন্তু পরিবারের সদস্যদের দাবি ঘিরে এখনও ধোঁয়াশায় পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। ১৭ বছর বয়সি এক কিশোরীকে বাড়িতেই গুলি করে খুন করা হয়। কিশোরীর দেহটি একটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। মৃত কিশোরীর নাম, দিব্যা শিকারওয়ার। মোরেনা জেলায় কিশোরীকে খুনে অভিযুক্ত তার বাড়ির সদস্যরাই।
শনিবার থেকে আচমকা নিখোঁজ ছিল ১৭ বছরের দিব্যা। নিখোঁজ ডায়েরি করার পরেই পুলিশ তদন্ত শুরু করে। কয়েক ঘণ্টা পরেই পুলিশ কুনওয়ারি নদী থেকে দেহটি উদ্ধার করে। ঘটনাস্থল কিশোরীর বাড়ি থেকে ৩০ কিলোমিটার দূরেই অবস্থিত। পুলিশ জানতে পেরেছে, প্লাস্টিকে মোড়ানো কিশোরীর দেহটি তার বাবা ওই নদীতে ফেলে দিয়েছিল।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ভিন গোত্রের এক তরুণের সঙ্গে দিব্যার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। এই সম্পর্ক ঘিরে আপত্তি ছিল কিশোরীর পরিবারের। তার জেরেই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কিন্তু পুলিশি জেরায় পরিবারের সদস্যরা নানা অজুহাত দেয়। একজন জানান, বাড়িতে ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। কিন্তু ফরেন্সিক তদন্তের পর জানা গেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক বন্দুক দিয়ে গুলি করা হয়েছিল কিশোরীকে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
সেদিন রাত থেকেই দিব্যার আরও দুই ভাইবোন নিখোঁজ রয়েছে। তারা দুজনেই নাবালক। জানা গেছে, পরিবারের খরচ খানিকটা বহন করত দিব্যা। তার কাছেই ছিল বন্দুকটি। নিজের ঘরেই সেটি রেখেছিল। দেহটি অর্ধেক পচাগলা অবস্থায় উদ্ধার করা হয়। এদিকে তার বাবা পুলিশকে জানিয়েছ, 'আমি ওকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেই হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরেই ওর মৃত্যু হয়। ভয় পেয়ে আমিও অজ্ঞান হয়ে যাই। তাই দেহটি নদীতে ভাসিয়ে দিই।'
আরও পড়ুন: পণের দাবিতে চরম নির্যাতন, তবুও শান্তি হল না যুবকের! তিন তালাক দিতেই থানায় ছুটলেন স্ত্রী
প্রসঙ্গত, গত আগস্ট মাসেই আরও এক নৃশংস হত্যাকাণ্ড ঘটে। প্রেমের সম্পর্ক ঘিরে আরও একটি নৃশংস হত্যাকাণ্ড। ভিন জাতের যুবকের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেননি বাবা। শুরু থেকেই ছিল আপত্তি। কিন্তু পরিবারের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই ভিন জাতের যুবকের সঙ্গে যোগাযোগ রেখেছিল কিশোরী। এর জেরেই ঘটল বিপত্তি। নিজের মেয়েকে গলা টিপে খুন করেন বাবা। বিষয়টি ধামাচাপা দিতে মেয়ের মুখে কীটনাশক ভরে দিয়েছিলেন। যাতে সকলে বোঝেন, মেয়ে আত্মহত্যা করেছে। এত কাণ্ড ঘটিয়েও শেষরক্ষা হয়নি। পুলিশের জালে অবশেষে ধরা পড়েছে ঘাতক বাবা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। কালাবুরাগি পুলিশ কমিশনার শরনাপ্পা এস ডি জানিয়েছেন, নিজের মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন বাবা। কিন্তু ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজাতে চেয়েছিলেন। সেই কারণেই মেয়ের মুখে কীটনাশক ভরে দিয়েছিলেন। শেষমেশ মেয়ের শেষকৃত্য সম্পন্ন করেন নিজের হাতে। কারণ ভিন জাতের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর মেয়ের।
পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছিল মেলাকুন্দ গ্রামে। প্রথমে জানা গিয়েছিল, ১৮ বছর বয়সি কিশোরী আত্মহত্যা করেছেন। পুলিশকে জানিয়েই তার দেহ পুড়িয়ে শেষকৃত্যের কাজ সম্পন্ন করেন তার বাবা। কিন্তু ঘটনাটি ঘিরে সন্দেহ হয়েছিল পুলিশের। তড়িঘড়ি শেষকৃত্য সম্পন্ন করা ঘিরেও রহস্য দানা বেঁধেছিল। এরপর ওই গ্রামে পৌঁছেই তদন্ত শুরু করে পুলিশ।
আরও পড়ুন:
এই ঘটনার ভিত্তিতে কিশোরীর বাবা শঙ্করকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, জেরায় শঙ্কর জানিয়েছেন, তাঁর পাঁচ সন্তান রয়েছে। কিশোরী ভিন জাতের এক যুবকের সঙ্গে প্রেম করছিল। এই প্রেমের সম্পর্ক ঘিরে আপত্তি জানিয়েছিলেন তিনি। সম্পর্কটি কোনও মতেই মেনে নেননি। তাঁর আশঙ্কা ছিল, ভিন জাতের ছেলে তাঁর জামাই হয়ে ঘরে এলে, বাকি মেয়েরাও এক কাজ করবে।
এই বিষয়ে আত্মীয়দের সঙ্গেও আলোচনা করেন শঙ্কর। এরপর আত্মীয়দের দিয়ে মেয়েকে বোঝানোর চেষ্টা করেন। মেয়েকে পড়াশোনা মনোযোগ বাড়ানোর জন্য আত্মীয়দের কথা বলতে এগিয়ে দিতেন। কিন্তু বাড়িতে অশান্তি, বাবার আপত্তি জানা সত্ত্বেও ভিন জাতের যুবকের সঙ্গে যোগাযোগ রেখেছিল কিশোরী।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, রাগের মাথায় মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন শঙ্কর। এরপর মুখে কীটনাশক ভরে দেন। যাতে সকলের মনে হয় মেয়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে। গ্রামবাসীরাও বিষয়টি দেখে আত্মহত্যা ভেবেছিলেন। শঙ্করের বানানো গল্প বিশ্বাস করে নিয়েছিলেন। অনেকেই শেষকৃত্যের কাজে যোগ দেন। তখনও কেউ আসল সত্যিটা জানতেন না।
তদন্তে নেমে পুলিশ প্রথমে শঙ্করকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই ফরেন্সিক টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ আধিকারিকের অনুমান, শঙ্কর একা এই খুন হয়তো করেননি। তাঁকে তাঁর আরও কয়েকজন আত্মীয় সাহায্য করতে পারেন। খুনের ঘটনাটিতে দুই থেকে তিনজন জড়িত থাকতে পারেন। ইতিমধ্যেই খুন ও খুনের প্রমাণ লোপাটের জন্য ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ আধিকারিকের অনুমান, শঙ্করের আরও দুজন আত্মীয় এই খুনের জড়িত থাকতে পারেন। ঘাতক বাবাকে জিজ্ঞাসাবাদ চলছে। দোষ প্রমাণিত হলে অভিযুক্ত আত্মীয়দের গ্রেপ্তার করা হবে শীঘ্রই।
পণের দাবিতে চরম নির্যাতন, তবুও শান্তি হল না যুবকের! তিন তালাক দিতেই থানায় ছুটলেন স্ত্রী
ভক্তদের মনস্কামনা পূরণে ছাগবলি দেওয়া বিহারের এই মন্দিরে, কিন্তু ঝরে না এক ফোঁটাও রক্ত
বিজেপি মুখপাত্রের ‘মারণ হুমকি’ ঘিরে তীব্র বিতর্ক, কংগ্রেসের চিঠি অমিত শাহকে
টানা পাঁচদিন অতি ভারী বৃষ্টি! গোটা রাজ্যে বন্যার আশঙ্কা, আবহাওয়ার চরম সতর্কতা জারি করল হাওয়া অফিস
টিয়াপাখি ধরার জন্য ছোটাছুটি, হঠাৎ উপড়ে পড়ল আস্ত নারকেল গাছ, বাড়ির সামনে চাপা পড়ে মর্মান্তিক পরিণতি নাবালকের
প্রাক্তন প্রেমিকাকে নিয়ে ইন্সটাগ্রাম পোস্ট! আর তাতেই প্রাণ গেল যুবকের, ভালবাসা উজাড় করতেই এ কী করল প্রেমিকার পরিবার?
অটোর সামনে কুকুরছানার ছবি! একের পর এক রাস্তার কুকুরদের খাইয়ে চলেছেন অটোচালক, সত্য ঘটনায় চোখে জল আসবে আপনারও
সম্পর্ক ভাঙতেই প্রতিশোধ! প্রাক্তন প্রেমিকার গোপন ছবি নিয়ে এ কী করলেন যুবক?
বিজেপি সরকারের নির্দেশে বিশ্ববিদ্যালয়গুলিতে ফুলের জীবন নিয়ে কর্মসূচি, সমালোচকদের দাবি—ভোটের রাজনীতিই আসল লক্ষ্য
চোখে নেই আলো, মনের জোরেই বাজিমাত! শিক্ষকতার পাশাপাশি পড়াশোনা চালিয়ে ওড়িশা সিভিল সার্ভিসে সফল যুবক
বাড়ি থেকে টাকা চুরি! ১৩ বছরের মেয়ের কীর্তি জেনেই 'কড়া শাস্তি' বাবার, উদ্ধার সপ্তম শ্রেণির ছাত্রীর নিথর দেহ
অভিনেতা বিজয়ের জনসভায় কাতারে কাতারে অনুগামী, পদপিষ্ট হয়ে মৃত্যু কমপক্ষে ৩১ জনের, মৃতের তালিকায় শিশুরাও
বোরো টেরিটোরিয়াল রিজিয়ন কাউন্সিল ভোটে বিরাট ধাক্কা খেল বিজেপি! মাত্র পাঁচ আসনে কোনোমতে জয়
লেহ-র অশান্তিতে হাত রয়েছে পাকিস্তানের, আইএসআই-এর সঙ্গে যোগাযোগ ছিল সোনমের, দাবি লাদাখের পুলিশকর্তার
উৎসবের আবহে ভয়ঙ্কর দুর্ঘটনা, জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, পথেই শেষ ৫ জন
ভারতের এশিয়া কাপ জয়ের ট্রফি গেল কোথায়? অবশেষে সামনে এল সত্যিটা
প্রিয়জনদের উপর রেগে যান, অথচ অপরিচিতদের প্রতি শান্ত থাকেন? জানেন নেপথ্যের ৩ কারণই এমন অদ্ভুত আচরণের জন্য দায়ী?
প্রিয়জনদের উপর রেগে যান, অথচ অপরিচিতদের প্রতি শান্ত থাকেন? জানেন নেপথ্যের ৩ কারণই এমন অদ্ভুত আচরণের জন্য দায়ী?
লাল লেহেঙ্গা-চোলিতে কনের সাজে নোরা ফতেহি! চুপিচুপি কি বিয়ে সারলেন অভিনেত্রী?
আমেরিকার বাইরে তৈরি সিনেমার উপর ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প, কতটা ক্ষতি হবে ভারতীয় শিল্পের
'এবার যেন অন্যরকম পুজো...,' শুভশ্রী থেকে মধুমিতা, জীতু; সপ্তমী কার কেমন কাটছে?
পথচারীকে বিশাল জোরে ধাক্কা বরুণ ধওয়ানের গাড়ির! ছুটে আসেন ট্র্যাফিক পুলিশ, কী হয় তারপর?
পাক সাংবাদিকের বিতর্কিত প্রশ্ন, জবাবে সূর্য যা বললেন শুনলে চমকে যাবেন
‘ক্রিকেটের কুৎসিত দিন’, ভারতকে তীব্র আক্রমণ করে বসলেন পাকিস্তানের প্রাক্তনীরা
মায়ের কোলে মিষ্টি হাসি ছোট্ট কাব্যর! সপ্তমীতে প্রথমবার মেয়েকে সামনে আনলেন কোয়েল, কেমন দেখতে হল খুদেকে?
খেলায় না পেরে সূর্যকে আক্রমণ পাক সাংবাদিকের, হাসতে হাসতেই তাঁকে থামালেন ভারত অধিনায়ক, উত্তর শুনলে কুর্নিশ জানাবেন
পুজোয় নতুন জুতো পরে পায়ে ফোসকা? সহজ কটি টোটকা মেনে চললেই এড়াতে পারবেন ভোগান্তি
সূর্যকে নকল পাক অধিনায়কের! ম্যাচ ফি উৎসর্গ করে গেলেন অপারেশন ‘সিঁদুরে’ ক্ষতিগ্রস্তদের
হিন্দমোটরে পুজোর উদ্বোধনে রূপা গাঙ্গুলি, বাজালেন ঢাকা, 'রঘু ডাকাত' নিয়ে কী বললেন?
এশিয়াসেরা ভারত হতেই 'বিগ বি'র খোঁচা শোয়েবকে, এক টুইটেই প্রাক্তন পাক পেসারকে গ্যালারিতে আছড়ে ফেললেন
মুখ্যমন্ত্রীর দেওয়া পাঞ্জাবি পরে মহাসপ্তমীর সাজ, পুজোর উদ্বোধনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'ও রান মেশিন, ভারতকেই সব রান বিলিয়ে দেয়', সূর্যদের কাছে হারের পর এই পাক তারকাকে ধুয়ে দিলেন আক্রম
'সাইয়ারা'র পর দ্বিতীয় ইনিংস শুরু অহন পাণ্ডের, অ্যাকশন হিরো হয়ে কবে ফিরছেন অভিনেতা?
পুজোর সাজ যেমনই হোক, সেলফিতে করুন বাজিমাত! কোন কৌশলে নিঁখুত নিজস্বী তুলবেন?
‘সূর্য আমার সঙ্গে দু’বার হাত মিলিয়েছে’, টুর্নামেন্ট শেষে অদ্ভূত দাবি পাক অধিনায়কের
পুজোর আমেজে বিরাট অঘটন! ঘুমের মধ্যেই সব শেষ, ভয়ঙ্কর আগুনে শ্বাসরোধ হয়ে মৃত ছোটপর্দার এই জনপ্রিয় শিশুশিল্পী
'ওই যে ট্রফি চোর নকভি', ছিলেন পাক মন্ত্রী, হয়ে গেলেন বড় বদনাম
ট্রফি চুরির শেষ দেখে ছাড়বে ভারত, বিসিসিআই কড়া জবাব দেবে নকভিকে
পুজোয় বন্ধ জিম! জমিয়ে ভালমন্দ খেয়েও বাড়বে না ওজন, শুধু মানতে হবে সহজ ৫টি নিয়ম