আজকাল ওয়েবডেস্ক: ভারতের ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করে আলোচনায় উঠে এসেছেন ভ্যাঙ্কুভারের কানাডিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রেচেল রাইমার-হার্লি। ইনস্টাগ্রামে প্রকাশিত তাঁর ভিডিও দেশি-বিদেশি দর্শকদের সমানভাবে আকর্ষণ করেছে।


সম্প্রতি তিনি একটি এসি কামরায় ভ্রমণ করেন এবং সেই অভিজ্ঞতাকে বর্ণনা করেন কার্যকরী, আরামদায়ক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হিসেবে। ভোর ৫টায় তাঁর যাত্রা শুরু হয়, যখন তিনি ব্যস্ত রেলস্টেশনে প্ল্যাটফর্ম ৭ খুঁজতে যান। ভিডিওতে দেখা যায়, অনেক যাত্রী মেঝেতে বিশ্রাম নিচ্ছেন—যা ভারতের বড় স্টেশনগুলিতে পরিচিত দৃশ্য।


রেচেল উল্লেখ করেন, কিছু যাত্রী চলন্ত ট্রেনে উঠতে ঝাঁপ দেন, কারণ অনেক স্টেশনে ট্রেন অল্প সময়ের জন্য থামে। তবে তাঁর ট্রেন প্রায় ১০ মিনিট থেমেছিল, ফলে তিনি স্বাচ্ছন্দ্যে চড়তে ও বসতে পেরেছিলেন। কামরায় উঠে তিনি পান একটি কম্বল এবং বাদামি কাগজের ব্যাগে দেওয়া মৌলিক বিছানার সরঞ্জাম যা তাঁকে ভীষণ স্বস্তি দেয়।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Nick & Raychel Reimer-Hurley (@nickandraychel)