আজকাল ওয়েবডেস্ক: 'হ্যান্ডশেক কাণ্ড' নিয়ে চারিদিকে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। এবার এর মধ্যে জড়িয়ে পড়লেন রিকি পন্টিং। সম্প্রতি একটি বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। দাবি করেন, হ্যান্ডশেক কাণ্ড নিয়ে তাঁর ওপর মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে। পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পর প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে সরাসরি ড্রেসিংরুমের দিকে হাঁটা মারে ভারতীয় ক্রিকেটাররা। এই ঘটনার পরপরই শোনা যায়, পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে করমর্দন না করায়, ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা করেন পন্টিং। এক্স হ্যান্ডেলে জানানো হয়, স্কাই স্পোর্টসে একটি মন্তব্য করেন অজি তারকা। পন্টিং বলেন, 'এই ম্যাচ সারাজীবন মনে থাকবে। ভারতকে হেরো দল হিসেবে মনে থাকবে। ম্যাচ শেষে পাকিস্তানের প্লেয়াররা হাত মেলাতে চেয়েছিল। যার ফলে জেন্টলম্যানস গেমে চ্যাম্পিয়ন পাকিস্তান। কার্যত ভারতেরই হার হয়েছে।' 

ভারতীয় দল নিয়ে এমন মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় পন্টিংয়ের তুলোধোনা করে নেটিজেনরা। যার ফলে মঙ্গলবার একটি বিবৃতি দেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। নিজের এক্স হ্যান্ডেলে পন্টিং লেখেন, 'জানি সোশ্যাল মিডিয়ায় আমার মন্তব্য নিয়ে তুমুল চর্চা চলছে। আপনাদের জানা দরকার, আমি এইধরনের কোনও মন্তব্য করিনি। এমনকী এশিয়া কাপ নিয়ে কোনও মন্তব্যই করিনি।' ম্যাচ শেষে সূর্যকুমার যাদব জানান, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেই তাঁরা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় ক্রিকেটারদের এই আচরণ ভালভাবে নেননি পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পাকিস্তান বোর্ড। তাঁকে বহিষ্কারের দাবি জানানো হয়। ম্যাচ বয়কটের ডাকের মধ্যেই হয় ভারত-পাকিস্তান ম্যাচ। দুই দল পরের রাউন্ডে উঠেলে সুপার ফোর এবং ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে।  

প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর অপারেশন ‘‌সিঁদুর’‌। তাই টিম ইন্ডিয়া জেতার পর হ্যান্ডশেকও করেনি পাক ক্রিকেটারদের সঙ্গে। যা ভালভাবে নেয়নি পাক বোর্ড। তাই শুধু মৌখিক প্রতিবাদে থেমে থাকেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো ও সাজঘরের দরজা বন্ধ করার প্রতিবাদে অভিযোগ দায়ের করেছে তাঁরা। সরকারিভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়ে কিছু না জানালেও একটি সর্বভারতীয় সংবাদসংস্থা এই দাবি করেছে।

তাঁরা জানিয়েছে, হোয়াটসঅ্যাপে এই খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে বলা হয়েছে, 'পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার নাভিদ আক্রম চিমা সরকারিভাবে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পাকিস্তান বোর্ডের মতে, ভারত যা করেছে তা খেলোয়াড়ি মানসিকতার পরিপন্থী। এই ঘটনা ভালভাবে নিচ্ছে না পাক বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।' বুধবার সংযুক্ত আরব আমিরশাহিকে হারাতে পারলেই সুপার ফোরে আবার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।