শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

নিজস্ব সংবাদদাতা | ২৫ অক্টোবর ২০২৩ ১০ : ১৭
বিপদ কাটেনি রুবেল দাসের। পা ভাঙার পরে সুস্থ হয়ে সবে শুটিংয়ে ফিরেছিলেন। দিন কয়েক যেতে না যেতেই ডেঙ্গুতে আক্রান্ত। দ্বিতীয়া থেকে জ্বর। ষষ্ঠী থেকে হাসপাতালে। প্রায় যমে-মানুষে টানাটানি! শ্বেতা ভট্টাচার্যের অক্লান্ত সেবায় বিপদ কেটেছে। একথা একাদশীতে সামাজিক পাতায় জানিয়েছেন ধারাবাহিক ‘নিমফুলের মধু’র নায়ক। এখন কেমন আছেন রুবেল? জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল শ্বেতার সঙ্গে। নায়িকার কথায়, ‘‘প্লেটলেট কমে ৪৫ হাজার! পেটে জল জমে গিয়েছিল। লিভার, গলব্লাডার ফুলে গিয়েছে। এখন আগের তুলনায় ভাল। তবে প্রচণ্ড দুর্বল।’’ তারপরেই জানান, পুজোর আগে তাঁর মা অসুস্থ হয়েছিলেন। মায়ের জন্য রাবড়ি ছেড়েছেন তিনি। রুবেলের জন্য দরকারে জীবন দিয়ে দেবেন। বদলে সুস্থ থাকুন তাঁর ‘ভালবাসা’।
তিন মাস বিশ্রামের পরে সবে শুটে ফিরেছিলেন অভিনেতা। কাজও করছিলেন। আচমকাই দ্বিতীয়া থেকে জ্বর। ১০৩ জ্বর নিয়ে চতুর্থী পর্যন্ত কাজ করেছেন। শেষে অবস্থার এতটাই অবনতি হয় যে উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেন। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বলেছেন, ‘‘পেটে জল। লিভার ফুলে যাওয়ায় খেতে পারছিল না। সারা শরীরে অসহ্য যন্ত্রণা। এপাশ ওপাশ করতে পারছিল না। চিকিৎসার পাশাপাশি তাই সেবার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলাম। কেবল রাতে বাড়ি যেতাম। আমার মায়ের দেখভালের জন্য। এখনও পুরো সুস্থ হয়নি মা।’’ সেই সময় রাত জাগতেন হয় শ্বেতার দাদা নয় রুবেলের দাদা।
ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিয়েছেন অভিনেতা। প্লেটলেট বেড়ে এখন এক লক্ষ ১০ হাজার। আগের তুলনায় খেতে পারছেন। গায়ের ব্যথাও অনেক কম। ঘুমোতে পারছেন। শ্বেতার কাছে এটাই অনেক। তিনি রুবেলকে জানাননি, পরিস্থিতি কতটা ঘোরালো হয়েছিল। এখন যেমন আছেন সেরকম থাকলে দ্বাদশীতে হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন রুবেল। তবে দুর্বলতা কাটাতে বেশ কিছুদিন তাঁকে বিশ্রাম নিতে হবে। শুটের কী হবে? শ্বেতা জানিয়েছেন, লক্ষ্মীপুজো পর্যন্ত ছুটি। রুবেলের অসুস্থতার খবর পেয়ে যথেষ্ট সহযোগিতা করেছেন জি বাংলার চ্যানেল কর্তৃপক্ষ। উভয় পক্ষ আলোচনা করে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এবারের পুজো শ্বেতার কাছে বিভীষিকার। নতুন জামা পরা দূরের কথা, প্রতিমার মুখ পর্যন্ত দেখেননি। পুজোর আগে মা ভর্তি ছিলেন আইসিইউ-তে। শ্বেতার কথায়, ‘‘রাতে ঘুমোতে পারতাম না। খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। দুশ্চিন্তায় শ্বাসকষ্ট হত। দেবীর কাছে প্রার্থনা করতাম, আমার যা প্রিয় তা ছেড়ে দেব। বদলে মাকে সুস্থ করে দাও। এই ভাবে মায়ের জন্য অনেক খাবার ছেড়েছি। যেমন, রাবড়ি, মিষ্টি, তরমুজ, চকোলেট। রুবেলের সময়েও একই অবস্থা। দেবী মাকে জানিয়েছি, দরকারে জীবন দিয়ে দেব। তুমি ওকে সুস্থ করে দাও।’’
নানান খবর

নানান খবর

'বুলি'ই কি আসলে 'কথা'? 'এভি'র মুখোমুখি হতেই ধরা পড়ল কোন সত্যি!

কার পোশাকে 'মেট গালা'র লাল গালিচায় হাঁটবেন হবু মা কিয়ারা? ছেলে তৈমুরের কাছে কেন ক্ষমা চান সইফ?

জুনে আসছে নতুন সদস্য, কার কাছে ন'মাসের সাধ খেলেন পিয়া চক্রবর্তী?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?