
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মোমপালিশ ত্বক পেতে অনেক কিছু করলেন। একবার ঘরোয়া টোটকা ব্যবহার করে দেখবেন? না না, কোনও কিছুর গুঁড়োতে গোলাপ জল মিশিয়ে, বা বাটাবাটি করে এই টোটকা বানাতে হবে না। শরীর চাঙা রাখতে সারা দিনে কয়েক কাপ চা আপনি নিশ্চয়ই খান। সেই চা-কেই রোজের রূপরুটিনে যোগ করে নিন। চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বককে সতেজ ও পুনরুজ্জীবিত করে। টানা এক মাস করতে পারলে তফাৎ নিজে বুঝতে পারবেন।
কী করতে হবে---
সঠিক চা বেছে নিন
আপনার ত্বকের ধরণ অনুযায়ী সঠিক চা বেছে নিন। গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর। কালো চায়ে অ্যান্টি-এজিং উপাদান রয়েছে। পেপারমিন্ট বা ল্যাভেন্ডারের মতো ভেষজ চা-ও নিজের গুণ অনুযায়ী ত্বকের পক্ষে খুবই ভাল।
ত্বকের জন্য চা বানান
জল ফুটিয়ে তাতে পছন্দসই টি ব্যাগ দিয়ে দিন। কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর ঈষদুষ্ণ অবস্থায় সারা মুখে লাগিয়ে নিন।
হাতের কাছে থাক
চা দিয়ে চর্চার আগে হাতের কাছে পরিষ্কার ওয়াশক্লথ, একটি বাটি এবং একটি হালকা ক্লিনজার নিয়ে নিন। দরকারে চায়ের সঙ্গে যাতে মিশিয়ে নিতে পারেন। ত্বকচর্চার পরে জল দিয়ে মুখে ধুয়ে মোছার জন্য তোয়ালেও রাখবেন।
ধাপে ধাপে চর্চা
আগে ধাপে ধাপে মুখ পরিষ্কার করে নিন। ত্বক থেকে মেকআপ, ময়লা সরিয়ে তবে চা মাখবেন। মৃদু ক্লিনজার এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তারপর তোয়ালে দিয়ে মুখ শুকিয়ে চা মেখে নিন।
কীভাবে মাখবেন
নরম কাপড়ের টুকরো বা তুলোর প্যাড দিয়ে সারা মুখে থুপে থুপে লাগাবেন। কিছুক্ষণ লাগিয়ে রাখুন। ত্বককে শুষে নিতে দিন। চায়ে থাকা পলিফেনল ত্বকের প্রদাহ কমায়। ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে ত্বককে লড়াই করতে সাহায্য করে।
মাসাজে ত্বক তাজা
সারা মুখে চা মেখে হাল্কা হাতে মাসাজও করতে পারেন। গোলাকার ভাবে সারা মুখে, চোখের চারপাশে মাসাজ করুন। আলতো করে চাপ দিয়ে মাসাজ করতে পারলে রক্তসঞ্চালন ভাল হয়।
ধুয়ে নিন
অনেকে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুতে পছন্দ করে। আপনারও তেমনই পছন্দ হলে কুসুম কুসুম গরম জলে মুখ ধুয়ে নিন। তারপর নরম তোলায়ে দিয়ে চেপে চেপে মুখ মুছে নেবেন। এতে বাড়তি জল সরে গিয়ে ত্বক ঝকঝকে দেখাবে। ত্বক টানটান লাগলে হাল্কা ময়েশ্চারাইজার মেখে নিতে পারেন।
উপকারিতা
অ্যান্টিঅক্সিডেন্ট বুস্ট: চা অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা ফ্রি র্যাডিকেলগুলির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এতে ঝলমলে ত্বক মিলবে বাড়িতেই।
প্রদাহ কমায়: চায়ের প্রদাহ কমানোর উপাদান থাকে। যা যে কোনও ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে। যাঁরা ব্রণতে ভোগেন তাঁদের জন্য চা অত্যন্ত উপকারী।
আরও উজ্জ্বল ত্বক: রোদে বেরিয়ে কালতে ছোপ পড়ে গিয়েছে? নিয়মিত চায়ের জল দিয়ে মুখ ধুয়ে দেখুন। চায়ের মধ্যে প্রাকৃতিক উপাদান প্রচুর। তাই কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বকের সমস্যা দূর করে।
বিশ্বজুড়ে কেন বাড়ছে কোরিয়ান প্রসাধনীর জনপ্রিয়তা? জানেন কোরিয়ানদের কাচের মতো স্বচ্ছ ত্বকের রহস্য কী?
আর এপাশ-ওপাশ নয়, এবার রাতে শুলেই জাপটে ধরবে ঘুম! শুধু দুটি নিয়মেই কুপোকাত হবে অনিদ্রার সমস্যা
মুখই বলে দিতে পারে শরীর কেমন আছে! কোন রোগের কী লক্ষণ দেখলে সতর্ক হবেন?
বাড়িতে বানানো স্যান্ডউইচ দোকানের মতো হয় না? শুধু ৫ টিপস মানলেই পাবেন 'পারফেক্ট' স্যান্ডউইচের স্বাদ
৮৯ তে সুইমিং পুলে ব্যায়াম করেন ধর্মেন্দ্র! জানেন জলক্রিয়া বয়স্কদের জন্য কতটা উপকারী?
ছোটবেলা থেকেই সন্তানকে কীভাবে আর্থিকভাবে সুরক্ষিত থাকতে শেখাবেন? রইল সহজ উপায়ের হদিশ
মুখে ফুটে ওঠে কিডনি বিকল হওয়ার ৫ লক্ষণ! কখন বুঝবেন চিকিৎসকের কাছে যেতে হবে?
বিদেশিরা ‘আইস অ্যাপল’ বলতে পাগল, অথচ বাঙালিরাই কদর করে না বাংলার এই ফলের! জানেন কতো গুণ?
কয়েকদিনেই ঘন-কালো-লম্বা চুল! সোনাক্ষীর পরামর্শে সহজে বানিয়ে ফেলুন ‘হেয়ার গ্রোথ’ স্প্রে, কীভাবে ব্যবহার করলে পাবেন সুফল?
দিনরাত কম্পিউটার-মোবাইলে চোখ? এই ৫ নিয়ম না মানলে অল্প বয়সেই বিপদ বাড়বে চোখের
বাড়িতে ঝগড়া, অশান্তি? এই একটি জিনিস জুতোর কাছে রাখলেই যাবতীয় ‘নেগেটিভ এনার্জি’ দূর হবে, ফিরবে শান্তি
রোজ রোজ পুষ্টিকর স্যান্ডউইচ খেতে চাইবে সন্তান, শুধু পাউরুটিতে মাখিয়ে দিন পুদিনা-পনিরের ডিপ
বয়স বাড়ছে, দাড়ি বাড়ছে না? পাঁচটি ঘরোয়া টোটকার পঞ্চবাণ প্রয়োগ করুন, ঘন কালো কেশে ঢাকবে গাল
আলু-গাজর দিয়েই তৈরি হবে জেল্লা বাড়ানোর ক্রিম! শিখে নিন প্রস্তুতপ্রণালী, আর বাজার থেকে কিনতে হবে না
নারকেল তেলে মিশিয়ে নিন ঘরোয়া তিনটি উপাদান, তাতেই তৈরি হয়ে যাবে ‘বয়স কমানো’র ফেস প্যাক