আজকাল ওয়েবডেস্ক: আমেরিকায় ডালাসে হাড়হিম কাণ্ড। ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ৫০ বছর বয়সী চন্দ্রমৌলি নাগামাল্লাইয়াকে তাঁর স্ত্রী ও ছেলের সামনেই শিরশ্ছেদ করা হয়েছে! রাস্তার ধারে ধাবায় এক কর্মীর সঙ্গে বাদানুবাদ, যা ক্রমশ হিংসাত্মক হয়ে ওঠে। তার জেরেই এই ভারতীয় বংশোদ্ভূতকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাটি গত ১০ সেপ্টেম্বরের। টেক্সাসের টেনিসন গল্ফ কোর্সের কাছে ইন্টারস্টেট ৩০-এর ঠিক কাছে অবস্থিত ডাউনটাউন স্যুটস ধাবায় এই হামলার ঘটনা ঘটে। এই খুনের ঘটনার ছবি দেখা গিয়েছে SKY 4-এর ছবিতেও।

এই হত্যায় সন্দেহভাজন ইয়োর্ডানিস কোবোস মার্টিনেজ বলে জানিয়েছে ডালাস পুলিশ। মার্টিনেজকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যার তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। জেল রেকর্ড থেকে দেখা যায় যে, একজন অভিবাসী হিসাবে ধৃতকে জামিন ছাড়াও আটক করা হয়।  

হিউস্টনে ভারতীয় কনস্যুলেট জেনারেলের মাধ্যমে ভারত সরকার এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে। নয়াদিল্লি নাগামাল্লাইয়াহর মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং নিশ্চিত করেছে যে, সরকারি আধিকারিকরা মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন, সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছেন।

হিউস্টনের কনস্যুলেট জেনারেল এক্স-পোস্টে বলেছেন, "টেকসাসটের ডালাসে কর্মক্ষেত্রে নির্মমভাবে নিহত ভারতীয় নাগরিক চন্দ্র নাগামাল্লাইয়ার মর্মান্তিক মৃত্যুতে হিউস্টনের কনস্যুলেট জেনারেল শোক প্রকাশ করেছেন। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করছি এবং সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছি। অভিযুক্ত ব্যক্তি ডালাস পুলিশের হেফাজতে রয়েছে। আমরা বিষয়টি নিবিড়ভাবে অনুসরণ করছি।"

ফক্স ৪ নিউজেরব প্রতিবেদনে গ্রেপ্তারের হলফনামা অনুসারে, নাগামাল্লাইয়া কোবোস মার্টিনেজ এবং তাঁর এক মহিলা সহকর্মীর সঙ্গে ধাবার একটি ঘর পরিষ্কার করার সময় যোগাযোগ করেছিলেন। তিনি তাঁদের ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার না করার জন্য বলেছিলেন। হলফনামায় বলা হয়েছে যে- কোবোস মার্টিনেজ রেগে গিয়েছিলেন কারণ নাগামাল্লাইয়া সরাসরি তাঁকে সম্বোধন করার পরিবর্তে একজন অনুবাদক হিসেবে কাজ করা মহিলা সহকর্মীর মাধ্যমে তাঁর প্রতি মন্তব্য করেছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, কোবোস মার্টিনেজ ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, তারপরই ধারালো অস্ত্র দিয়ে ওই ভারতীয় বংশোদ্ভূতকে নৃশংস আক্রমণ করছেন।

নাগামাল্লাইয়া ধাবার পার্কিং লট দিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে করতে দৌড়ে গেলেও সন্দেহভাজন ব্যক্তি তাঁকে তাড়া করে চপার দিয়ে আক্রমণ করেন।

হকুমাতনামায় বলা হয়েছে যে, নাগামাল্লাইয়ার স্ত্রী এবং ছেলে, সামনের অফিসে ছিলেন, তাঁরা বাইরে ছুটে এসে হস্তক্ষেপ করার চেষ্টা করেন। সন্দেহভাজন ব্যক্তি তাঁদের বেশ কয়েকবার ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং আক্রমণ করতেই থাকেন। এরপর কোবোস মার্টিনেজ বারবার নাগামাল্লাইয়ার উপর আঘাত করে যতক্ষণ না তার মুণ্ডু শরীর থেকে আলাদা হচ্ছে। একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে, সন্দেহভাজন ব্যক্তিটি নাগামাল্লাইয়ার মাথায় পার্কিং লটে দু'বার লাথি মারছেন এবং তারপর চা একটি ডাস্টবিনে নিয়ে গিয়ে পেলে দিচ্ছেন।

ডালাস ফায়ার-রেসকিউ কর্মীরা ঘটনার সময়ে খুব কাছাকাছি ছিলেন, পুলিশ কর্তারা পৌঁছানোর আগে রক্তাক্ত সন্দেহভাজন ব্যক্তিকে অনুসরণ করেন এবং তাঁকে হেফাজতে নেন।

পুলিশের মতে কোবোস মার্টিনেজ, নাগামাল্লাইয়াকে হত্যা করার জন্য চপার ব্যবহার করার কথা স্বীকার করেছেন। তবে এই হামলা পূর্বপরিকল্পিত ছিল কিনা তা এখনও স্পষ্ট হয়নি।

আরও পড়ুন- ট্রাম্প-মোদির ঝগড়া লাগাতে চেয়েছিলেন নাভারো! বিস্ফোরক দাবি প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা বোল্টনের