বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | অতীতের ভাললাগা, ভালবাসার স্মৃতি আগলাতে ভাল লাগে! পর্দাকে ছাপিয়ে বাস্তবেও নজর কাড়ে আরিয়ান-রাতাশ্রীর রসায়ন

সঞ্চারী কর | ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০০Sanchari Kar

প্রেম, অতীত, পাওয়া, না-পাওয়া আর পিছুটান, অমলিন আবেগের বিনিসুতোয় বাঁধা ফিরোজ আর সমীরার সম্পর্কের সুর। যা কিছু পুরনো, ফেলে আসা, তা সবই যেন চলে গিয়েও থেকে যাওয়া ভালবাসার দলিল। প্রশ্ন জাগতে পারে,  ফিরোজ-সমীরা কে? কী তাদের পরিচয়? উত্তর লেখা আছে রূপসা গুহ পরিচালিত ছবিতে। নাম ‘হাউ আর ইউ ফিরোজ’।

সেই ছবিরই অন্যতম দুই প্রধান চরিত্র ফিরোজ এবং সমীরা। পর্দায় তাদের জীবন্ত করে তুলেছেন আরিয়ান ভৌমিক এবং রাতাশ্রী দত্ত। বর্তমানে টলিউডে বাণিজ্যিক ছবির রমরমার মাঝেই নিশ্চুপে নিজের কাজ করে গিয়েছে ‘হাউ আর ইউ ফিরোজ’। বক্স অফিসের হিসেবনিকেশের ঊর্ধ্বে গিয়ে দর্শকমহলে প্রশংসিত স্বল্প বাজেটে তৈরি ইন্ডিপেন্ডেন্ট ছবিটি। আর তাতেই আশার আলো দেখছেন আরিয়ান। তাঁর কথায়, “আমি খুব নিশ্চিত ছিলাম ছবিটি দর্শকের পছন্দ হবে। বেশিরভাগ ক্ষেত্রে ছবি তৈরির ক্ষেত্রে আমরা প্রশ্ন করি, ‘দর্শকের ভাল লাগবে কি?’ তার পর সেই মতো আমরা গল্প তৈরি করি। সেই বুঝে কাজ করি। খুব কম ক্ষেত্রেই এরকম হয় যে, পরিচালক শুধুমাত্র নিজের গল্প বলার জন্য ছবি করেছেন। আমরা সকলেই দেখেছি রূপসাদি কী কষ্ট করে এই ছবিটি তৈরি করেছেন। যে গল্পটা তিনি বলতে চেয়েছিলেন, সেটাকেই পর্দায় তুলে ধরেছিলেন। শুরু থেকেই ওঁর এই সততার প্রতি আমার ভরসা ছিল। আর এখন যখন দেখছি দর্শকের ছবিটি এত ভাল লেগেছে, তখন অভিনেতা হিসাবে আরও সাহস পাচ্ছি।”

আরিয়ানের মতো রাতাশ্রীও মনে করেন, এই ছবির মূলধন হল তার সহজ অথচ ভাবিয়ে তোলা গল্প। ‘ব্লকবাস্টার’ তকমা পাওয়ার ইঁদুরদৌড়ে শামিল না হয়ে তাই ভরসা রেখেছিলেন ‘অন্য ধারা’র ছবিতে। তাঁর কথায়, “এই ছবিটার গল্পে অন্য রকম একটা ভালবাসার জায়গা আছে। দর্শক হিসাবে যেটা আমায় টেনেছিল। তাই মনে হয়েছিল, আমার মতো বাকিদেরও এই ছবি ভাল লাগবে। আরিয়ান আমার অন্যতম সেরা সহ-অভিনেতাদের মধ্যে একজন। যে ইতিবাচকতা নিয়ে আমরা কাজটা করেছিলাম, আশা ছিল, মানুষ একটু হলেও তার আঁচ পর্দায় পাবেন। কিন্তু ছবিটা মুক্তির পর যে সাড়া পেয়েছি, তা আমার কাছে একেবারেই উপরি পাওনা।”

ভাষা-ভূগোলের গণ্ডিতে ‘হাউ আর ইউ ফিরোজ’কে বাঁধতে চাননি রূপসা। তিনি চেয়েছিলেন, এই ছবির হাত ভালবাসার রেশ ছড়িয়ে পড়ুক গোটা বিশ্বে। তাঁর ছবির প্রোটাগনিস্ট থুড়ি নায়ক এক পারসি যুবক। আরিয়ানের কাঁধে ছিল তার প্রাণপ্রতিষ্ঠার দায়িত্ব। প্রায় পুরো নম্বর পেয়েই পাশ করে গিয়েছেন টলিউডের তরুণ নায়ক। কেমন ছিল প্রস্তুতি? তাঁর কথায়, “পারসি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা আমার কাছে একেবারেই নতুন। এই কালচার নিয়ে আমি আগে প্রচুর বই পড়েছি। তখন থেকেই খুব ইন্টারেস্টিং লাগত বিষয়টা। মনে মনে চেয়েছিলাম, কোনও দিন এরকম কোনও একটা চরিত্র করব, সেই আশায় পূর্ণ হল।” তিনি মনে করেন, শুধু ভাল গল্পই নয়, এই ছবি দর্শককে উপহার দিয়েছে এক অব্যক্ত ভাললাগাও। আর তা-ই হয়ে উঠেছে ‘হাউ আর ইউ ফিরোজ?’-এর অন্যতম শক্তি।

রাতাশ্রীর কথায়, পারসি সংস্কৃতি নিয়ে তাঁর বিস্তর জ্ঞান নেই। সেই বিষয়ে তাঁকে অনেকটাই সাহায্য করেছেন সহকর্মী আরিয়ান। তবে অন্য একটি সংস্কৃতির রেশ পর্দায় নিয়ে আসাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল না। রাতাশ্রীর কথায়, “একটা পিরিয়ডিক চরিত্র করেছি। সেই সময়ের সহজভাবটা নিয়ে আসাই ছিল আসল চ্যালেঞ্জ। আসলে আমরা সময়ের সঙ্গে এতটাই বদলে গিয়েছি যে আমাদের মধ্যে আর সারল্যটাই নেই। তাই সেটা ফুটিয়ে তুলতে প্রস্তুতি নিতে হয়েছে।”

‘হাউ আর ইউ ফিরোজ’-এর অনেকটা জুড়ে রয়েছে পুরনোকে ঘিরে নস্টালজিয়া। যাতে সময়ের ধুলো পড়ে না। বছর বাড়লে আবছা হয় না যে স্মৃতি, তাকে ঘিরেই যেন বেঁধে দেওয়া চরিত্রদের সুর। পর্দার নায়ক-নায়িকা বাস্তবেও এমন? আগলে রাখেন অতীতকে? নাকি ‘যা গেছে তা যাক’-এ বিশ্বাসী? দু’জনের সম্মিলিত উত্তর, “যাদের সঙ্গে ভালবাসার সম্পর্ক, সুন্দর সময়ের স্মৃতি আছে, তাদের জিনিসগুলো আগলে রাখি।” তাই আজও আরিয়ানের কাছে রয়ে গিয়েছে প্রথম শর্ট ফিল্মে ব্যবহার করা ক্যামেরা, ঠাকুরমার প্রিয় বাক্স। রাতাশ্রীও পরম যত্নে আগলে রাখেন ফেলে আসা দিনের স্মৃতি। কোনও কিছুই সহজে ফেলে দিতে পারেন না। সেই ‘উপদ্রব’-এ  ঘরে জায়গা না থাকায় মায়ের কাছে বকুনিও শোনেন বটে! তবু পাল্টায় না তাঁর হৃদয়-দফতর।

এক সময় চলেছে অগুনতি চিঠি লেখালেখির পালাও। আরিয়ান চিঠি লিখেছেন বইয়ে পড়া,  ছবিতে দেখা তাঁর প্রিয় চরিত্রদের। বাবার উদ্দেশ্যে পাতার পর পাতা শব্দে ভরিয়েছেন রাতাশ্রী। দু’জনেই মনে করেন, সাদা পাতায় মনের ভাব ব্যক্ত করে যে আরাম, তা হোয়াটসঅ্যাপ, ইমেলে মেলে না। মিলবে না। খানিক আনমনে রাতাশ্রী বললেন, “অনেক মানুষ চলে যায়। কিন্তু সম্পর্কগুলো থেকে যায়। ঠিকানাগুলো থেকে যায়। চিঠি পাঠানো হয় না আর।” দিনশেষে পর্দার নায়ক-নায়িকার জীবনও যে আদৌ ছবির মতোই, তা মেনে নিতে দ্বিধা নেই তাঁদের।

টলিপাড়ার বিদ্বজনেরা মনে করছেন, ‘হাউ আর ইউ ফিরোজ’ সাফল্যের যাত্রাপথে অনেকটাই এগিয়ে দেবে আরিয়ান এবং রাতাশ্রীকে। কিন্তু বর্তমানে শুধুই কি অভিনয়ের জোরে কাজ পাওয়া যায়? নাকি সোশ্যাল মিডিয়ার ‘ফলোয়ার’ আর ‘লাইক’-এর নিক্তিতেও মেপে দেখা হয় প্রতিভা? আরিয়ানের সহজ উত্তর, “কোনও কিছুর যখন চল শুরু হয়, সেটা নিয়ে মাতামাতি হয়। আমি ব্যক্তিগত ভাবে সোশ্যাল মিডিয়া সেভাবে ব্যবহার করি না। কিন্তু কোনও ইনফ্লুয়েন্সার যদি ফলোয়ারের জোরে কাজ পেয়ে ভাল অভিনয় করেন, তাতে ক্ষতি নেই। কিন্তু অনেক সময়ই তেমনটা হয় না। এমন উদাহরণও আছে। বরং অনেক প্রতিভাবান শিল্পী বঞ্চিত থেকে যান। রিল বানানো আর অভিনয় করার মধ্যে আকাশ-পাতাল তফাত। একদিন আবার সেটা সকলে বুঝবেন।”

রাতাশ্রীও কাজ ছাড়া আলোকবৃত্তের চোখ ধাঁধানো ঝলকানি থেকে দূরে রাখেন নিজেকে। প্রতিভার জোরেই ভাল কাজ পাবেন বলে তাঁর বিশ্বাস। অভিনেত্রীর কথায়, “আমি সোশ্যাল মিডিয়াটা বিশেষ করতে পারি না। আমার অভিনয়ের জন্য যদি কেউ নিতে চান, অবশ্যই নেবেন। কিন্তু কেউ যদি সোশ্যাল মিডিয়ার জন্য কাজ পান, তাতে আমার আপত্তি থাকবে না। কারণ তিনি হয়তো সেই জায়গায় আমার থেকে বেশি এগিয়ে।”

‘হাউ আর ইউ ফিরোজ’-এর হাত ধরে আপাতত প্রশংসায় ভাসছেন আরিয়ান এবং রাতাশ্রী। ছবির নায়কের কথায়, “অনেকেই বলছেন, প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে এই ছবির রেশ তাঁরা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। একজন আমার পারফর্ম্যান্সকে ‘কুইন্টেসেনশিয়াল’ বলেছেন। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া।” নায়িকা বললেন, “যাঁরা ছবিটি দেখেছেন, তাঁরা বলেছেন, পর্দায় রাতাশ্রীকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। একজন অভিনেত্রীর কাছে এর থেকে বড় প্রাপ্তি কী-ই বা হতে পারে।”


নানান খবর

বলিউডে উজান গাঙ্গুলি!নেটফ্লিক্সের সিরিজ পরিচালনার দায়িত্বে 'লক্ষ্মী ছেলে', দেখেশুনে কী বলছেন 'গর্বিত' বাবা?

'গদর ২'-এর পর ফের জুটি বাঁধছেন সানি–অনিল! আসছে ‘গদর ৩’, নায়িকা কি আমিশা-ই?

কৃষক-রাজনীতিবিদের মামলায় মুখোমুখি অক্ষয়-আরশাদ, ট্রেলারে দুই 'জলি'র কাণ্ডে বিচারক ধৈর্য্য হারালেও নেটপাড়া কি খুশি?

উইন্ডোজ সংস্থার ছবির গান‌ গেয়ে উঠলেই জনতামহলে রাতারাতি তারকা? কী বলছে পরিসংখ্যান? 

কেশহীন মাথায় দু’টি শিং! এ কী চেহারা প্রাজ্ঞের, কোন ধারাবাহিকে ফের তাক লাগাবেন অভিনেতা

ছবির জন্য ভিক্ষা চাইছেন প্রসেনজিৎ-দেব? তারকাদের কটাক্ষ করে আর কী বললেন অভিনেতা ভাস্কর বন্দোপাধ্যায়?

চরম অশান্ত নেপাল, পুলিশের গুলিতে মৃত একাধিক যুব বিদ্রোহী! প্রতিবাদ জানিয়ে কী বার্তা দিলেন মনীষা কৈরালা?

এআই দিয়ে বানানো হচ্ছে ঐশ্বর্যর ভুয়ো অন্তরঙ্গ ছবি, ভিডিও! তড়িঘড়ি আদালতে ছুটলেন বচ্চন-বধূ

সঞ্জয় কাপুরের সম্পত্তির ভাগ পেতে আদালতে করিশ্মার দুই সন্তান! সৎমায়ের বিরুদ্ধেও এনেছেন বিস্ফোরক কোন অভিযোগ?

পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে আভেরী সিংহ রায়! কোন ধারাবাহিকে নতুন চরিত্রে ফিরছেন অভিনেত্রী?

সবচেয়ে কম ভোট পেয়েও ‘বিগ বস’-এর ঘরছাড়া হলেন না কুনিকা! ‘এ তো পুরো পক্ষপাতিত্ব...’ বিতর্কের ঝড় নেটপাড়ায়

প্রথম সন্তান গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছিলেন মীরা! নেপথ্যে শাহিদের সঙ্গে সম্পর্কে চিড় নাকি অন্য কারণ? নিজেই জানালেন অভিনেতার স্ত্রী

হৃত্বিকের প্রেমিকার কাজের দরকার হয় নাকি! কটাক্ষের শিকার সাবা, ক্ষোভ উগড়ে পাল্টা কী জবাব দিলেন অভিনেত্রী?

‘তনু ওয়েডস মনু ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত! ঘোষণা করেও কেন এই হাল কঙ্গনা-মাধবনের ছবির?

‘পাঠান’,‘ওয়ার’ নয়! জেমস বন্ড, মিশন ইমপসিবল–এর পাশে একমাত্র জায়গা পেল বলিউডের এই স্পাই-ছবি!

টি-টোয়েন্টিতে ভারতের সেরা উইকেট শিকারীকে বাইরে রেখেই প্রথম একাদশ, সূর্যর সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক

মোমের মতো ওজন গলিয়ে দেবে! ঝরাতে হবে না এক ফোঁটা ঘাম, হেঁশেলের কোন মশলাটিকে কাজে লাগাতে হবে জানুন

পুজোয় জেল্লা বাড়াতে অতিরিক্ত ত্বক-চুলের পরিচর্যা শুরু করেছেন? আচমকা বাড়তি যত্নে উল্টে ক্ষতি হতে পারে!

অল্প বয়সে হাঁটুর ব্যথা? শরীরে এই ভিটামিনের অভাব কিনা আগেই সতর্ক হন, নাহলে যন্ত্রণায় কাতরাতে থাকবেন

প্রতিবেশী দেশে কী হচ্ছে দেখুন, বিলে সম্মতি সংক্রান্ত মামলায় নেপাল এবং বাংলাদেশের উল্লেখ সুপ্রিম কোর্টের

এশিয়া কাপে সূর্যদের অভিযান শুরু, ১৫ ম্যাচ পর টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতের, প্রথম একাদশে সঞ্জু

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ আর্জেন্টিনা, ম্যাচ হেরে কী বললেন মার্টিনেজ?

দামি টোনার ছাড়ুন! মাত্র ৫০ টাকাতেই পেতে পারেন নায়িকার মতো নিখুঁত, ঝকঝকে ত্বক, ড্রেসিং টেবিলে কোন জিনিসটি রাখবেন জানুন

'বুমরা খেললে স্ট্রাইকে যাব', দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক

দ্রুত ফিরুক শান্তি, সেই সঙ্গে অচলাবস্থা কাটিয়ে ফের ভারতীয় সেনায় যোগদান করুন নেপালের গোর্খারা

বিশ্বের বৃহত্তম প্রাসাদ ২৪ জন সম্রাটের বাসস্থান ছিল, ৫০০ বছরেরও বেশি সময় ধরে এটি নিষিদ্ধ ছিল কারণ...

জলই জীবন, আবার বেশি খেলে শরীরের মারাত্মক বিপদ! জানেন অতিরিক্ত জল খাওয়ার কী ভয়ঙ্কর পরিণাম হতে পারে?

দেশজুড়ে শুরু হতে চলেছে এসআইআর, দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন

দুই ক্রিকেটার পড়লেন ডাকাতদের কবলে!‌ কী কী খোয়া গেল জানলে চমকে যাবেন

ডায়াবেটিস থেকে হার্ট অ্যাটাক, সব সমস্যার সমাধান লুকিয়ে এই পাতায়! সকালে ৩-৪টে চিবিয়ে খেলেই 'ম্যাজিক' দেখবেন শরীরে

ঘরে যদি দেখতে পান এই সব লক্ষণ, বুঝে নিন সৌভাগ্য কড়া নাড়ছে আপনার দরজায়

সেনার নেপাল এবার সুশীলার! জেন জি-রা 'কেয়ারটেকার প্রাইমমিনিস্টার' হিসেবে বেছে নিলেন কাকে? চেনেন

এশিয়া কাপে অভিযান শুরু করছে ভারত, সূর্যকুমারদের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য শোয়েবের

বসুন্ধরা রাজে সিন্ধিয়ার ভাইজির সঙ্গে সম্পর্কে বাধা! নিজের পরিবারকে এক রাতে গুলি করে শেষ করে দেন নেপালের রাজপুত্র

ভারতের দোরগড়ায় বিক্ষোভের আঁচ, চরম সতর্কতা জারি যোগী রাজ্যে, বন্ধ সীমান্ত, স্তব্ধ বাণিজ্যও!

নেপালে ভারতীয় পর্যটকের কান্নার ভিডিও সর্বত্র ভাইরাল, দেশে ফেরানোর কাতর আর্তি

সোশ্যাল মিডিয়া