বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার সোমবার পা দিলেন ৫৮-তে। জন্মদিনের সকালে তিনি ভক্তদের উপহার দিলেন এক অনন্য পোস্ট— যেখানে সিনেমা, শিল্প আর আবেগ মিশে তৈরি হয়েছে এক বিশেষ মুহূর্ত।
অক্ষয় নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক কাস্টমাইজড আর্টপিস। ছবির কেন্দ্রে তিনি নিজে, আর তাঁকে ঘিরে রয়েছে তাঁর-ই অভিনীত এক ঝাঁক চরিত্র— ১৫০-টিরও বেশি ছবির আইকনিক মুহূর্ত। যেন এক গ্রহের চারপাশে বলয়ের মতো সাজানো তাঁর তিন দশকেরও বেশি দীর্ঘ যাত্রা।

ছবির সঙ্গে অক্ষয়ের আবেগঘন বার্তা— “৫৮ বছর বয়স, ৩৪ বছর ইন্ডাস্ট্রিতে, ১৫০-রও বেশি ছবি। যারা আমার উপর বিশ্বাস রেখেছেন, আমার ছবির টিকিট কেটেছেন, আমার ছবি প্রযোজনা করেছেন, পরিচালনা করেছেন, পরামর্শ দিয়েছেন— এটা আপনাদেরই যাত্রা। আমার তরফে শুধু চিরন্তন ধন্যবাদ। আমি আপনাদের ভালবাসা আর আশীর্বাদ ছাড়া কিছুই নই। আজকের জন্মদিন উৎসর্গ তাঁদের, যাঁরা এখনও আমার উপর ভরসা করেন। জয় মহাকাল।”
পোস্টে অক্ষয় কৃতজ্ঞতা জানিয়েছেন শিল্পী রাহুল নন্দাকে, যিনি তাঁর পুরো ফিল্মি জীবনের কোলাজ এঁকেছেন। তিনি লিখেছেন, “আমার প্রিয় মানুষগুলো— ভক্তদের জন্য— আমার সারা জীবনের কাজকে তুলে ধরার জন্য ধন্যবাদ, রাহুল নন্দা।”
নেটপাড়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে পোস্টটি। ভক্তদের পাশাপাশি বলিউডের তারকারাও ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছায়। খ্যাতনামা ফটোগ্রাফার ডাব্বু রত্নানি লিখেছেন— “হ্যাপি বার্থডে এ কে।” অভিনেতা গুরমীত চৌধুরী লিখেছেন— “অক্ষয় স্যার, আপনার শৃঙ্খলা, ফিটনেস আর পরিশ্রম আমাদের অনুপ্রেরণা। অসীম সাফল্য আর সুস্বাস্থ্য কামনা করি।” কৌতুক অভিনেতা কৃষ্ণা অভিষেকও লিখেছেন, “হ্যাপি বার্থডে একে স্যার।”
অক্ষয় কুমার বলিউডের বিরল অভিনেতাদের মধ্যে একজন, যিনি প্রায় সব ধরণের ঘরানায় নিজের ছাপ রেখেছেন। অ্যাকশন হিরো হিসেবে শুরু করলেও, কমেডিতে তিনি সমান জনপ্রিয়। দেশপ্রেম আর সামাজিক বার্তা বহনকারী ছবিও তাঁকে দিয়েছে এক বিশেষ আসন।
এই বছর অক্ষয়ের ঝুলিতে এসেছে 'স্কাই ফোর্স' এবং 'কেশরি চ্যাপ্টার ২'। পাশাপাশি তাঁর হিট ফ্র্যাঞ্চাইজি 'হাউজফুল ৫'-ও ভাল সাড়া পেয়েছে। এখন দর্শকের অপেক্ষা, কোর্টরুম ড্রামা 'জলি এলএলবি ৩'— যেখানে তাঁর সঙ্গে থাকবেন আরশাদ ওয়ার্সি।
৫৮ বছর বয়সে দাঁড়িয়ে অক্ষয় আজও ফিটনেস, শৃঙ্খলা আর নিরলস পরিশ্রমের এক জীবন্ত প্রতীক। আর জন্মদিনের দিন তিনি যেন ফের একবার মনে করালেন— এই দীর্ঘ যাত্রার আসল নায়ক তিনি নন, নায়ক আসলে তাঁর দর্শক, তাঁর অনুরাগীরাই।
