আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৯ সেপ্টেম্বর হংকং-আফগানিস্তান ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু। ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ভারত-পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ নামছে হংকংয়ের বিরুদ্ধে। পাকিস্তান প্রথম নামছে ১২ তারিখ। পাকিস্তানের প্রতিপক্ষ ওমান।
ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া এশিয়া কাপের বল গড়ানোর আগে বাংলাদেশকে কটাক্ষ করেন। গতবার শেষ চারে গিয়েছিল বাংলাদেশ। আকাশ চোপড়া বলছেন, বাংলাদেশ এবার গ্রুপ পর্বই পেরোতে পারবে না।
আরও পড়ুন: নেশনস কাপে তৃতীয় সেরা দল হওয়ায় আনোয়ারদের বাধা ওমান, পারবে কি খালিদের দল?...
আকাশ চোপড়া বলেছেন, ''বাংলাদেশ আটকে যাবে। ওদের ছাপিয়ে সুপার ফোরে যাবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।'' আকাশ চোপড়ার মত, বাংলাদেশ অতিমাত্রায় নির্ভরশীল লিটন দাসের উপর। বাংলাদেশের তারকা ক্রিকেটাররা অবশ্য আকাশ চোপড়ার কথাকে গুরুত্ব দিচ্ছেন না। তাঁদের বক্তব্য, কাউকে কিছু প্রমাণ করার নেই।
দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই কারণে এবার এশিয়া কাপ হচ্ছে আরব আমিরশাহিতে।
১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণ। এবার এই ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবে ফ্যানরা। মঙ্গলবার ভারতীয় সময় সন্ধে সাড়ে ছ'টা থেকে শুরু হবে টিকিট বিক্রি। প্ল্যাটিনামলিস্টে পাওয়া যাবে টিকিট। নির্দিষ্ট ম্যাচ টিকিটের পাশাপাশি তিনটে প্যাকেজ টিকিট কিনতে পারবে সমর্থকরা। গ্রুপ স্টেজ, সুপার ফোর এবং ফাইনালের আলাদা টিকিট এখন থেকেই কাটা যাবে। তবে এদিন খুব কম সংখ্যক টিকিট বাজারে ছাড়া হবে। এরপর সরাসরি দুবাই এবং আবু ধাবির স্টেডিয়ামের বক্স অফিস থেকে টিকিট কাটা যাবে। সেই দিনক্ষণ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। https://platinumlist.net/ থেকে সরাসরি টিকিট কাটা যাবে।
তালিকায় রয়েছে ভারত-সংযুক্ত আরব আমিরশাহী, পাকিস্তান-ওমান এবং ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যাবে। দ্বিতীয় প্যাকেজের দাম ১২৫৮৯। এতে সুপার ফোরের চারটে ম্যাচ দেখা যাবে। তৃতীয় প্যাকেজের দাম ১২৫৮৯। এতে দুটো সুপার ফোরের ম্যাচ এবং ফাইনাল দেখা যাবে। প্যাকেজ টিকিটের পাশাপাশি আলাদা করে ম্যাচ টিকিটও কিনতে পারবে ফ্যানরা।
সাতটার বদলে রাত আটটায় শুরু হবে মহারণ। এশিয়া কাপের ১৯টি ম্যাচ ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে হওয়ার কথা ছিল। তারমধ্যে থেকে ১৮টি। ম্যাচ আধ ঘণ্টা পিছিয়ে যায়। অর্থাৎ, আটটা থেকে শুরু হবে। একমাত্র ১৫ সেপ্টেম্বর আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান ম্যাচ ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে।
আরও পড়ুন: সুপার কাপ দিয়েই মরশুম শুরু, ফেডারেশন জানিয়ে দিল টুর্নামেন্টের দিনক্ষণ
