আজকাল ওয়েবডেস্ক: যদি আপনার কাছে নগদ টাকা থাকে কিন্তু আপনি তা থেকে কিছু আয়-ই না করতে পারেন, তাহলে সেই নগদ অর্থের কার্যত কোনও গুরুত্ব নেই। এমন পরিস্থিতিতে, বাড়িতে রাখা টাকা বিনিয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। যখনই মানুষ বিনিয়োগের কথা ভাবে, তখনই তাদের মনে ফিক্সড ডিপোজিট (এফডি)-এর চিন্তা আসে। এর কারণ হল মানুষ এফডি-তে দুর্দান্ত রিটার্ন পায়। সেই সহ্গেই কোনও ঝুঁকি নেই। তবে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে, প্রায়শই পোস্ট অফিস স্কিম সম্পর্কে জানা খুবই প্রয়োজনীয়। ব্যাঙ্কের মতো, পোস্ট অফিসে অনেক বিনিয়োগ স্কিম রয়েছে, যার সুবিধা গ্রহণ করে আপনি আপনার টাকার উপর আরও বেশি সুদ পেতে পারেন।

এই প্রতিবেদনে পোস্ট অফিসের মাসিক স্কিম সম্পর্কে আলোকপাত করা হচ্ছে, যা একটি টাইম ডিপোজিট (টিডি) স্কিম। এটিকে সহজ ভাষায় পোস্ট অফিসের এফডি অ্যাকাউন্টও বলা হয়। এই স্কিমে বিনিয়োগ করে, আপনি কেবল সুদ থেকেই দু'লক্ষ টাকার বেশি লাভ পেতে পারেন।

জেনে নিন কত সুদ পাওয়া যায়
পোস্ট অফিস টিডি স্কিমে বার্ষিক ভিত্তিতে সুদ দেওয়া হয়। এর সুদ তিন মাসের মধ্যে অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। এই স্কিমে, আপনি এক বছর থেকে পাঁচট বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। এক বছরের জন্য বিনিয়োগের জন্য স্কিমে সুদের হার ৬.৯ শতাংশ। দুই এবং তিন বছরের জন্য বিনিয়োগের জন্য সুদের হার সাত শতাংশ।

গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়
পোস্ট অফিসের এই বিশেষ স্কিমে একটি নিশ্চিত রিটার্ন দেওয়া হয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রেআপনি এফড়িFD, অর্থাৎ টিডি-এর বিকল্পটি বেছে নিতে পারেন। পাঁচ বছরের এফডি আপনার বিনিয়োগকে তিন গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।

আপনি কত বছর ধরে বিনিয়োগ করতে পারেন
পোস্ট অফিসের দুর্দান্ত স্কিমে, এক বছর থেকে পাঁচ বছরের জন্য টিডি বিকল্পটি পাওয়া যায়। এই অনুসারে, সুদের হার আলাদা। এতে, আপনি যত পরিমাণ বিনিয়োগ করেন তার দ্বিগুণ করুন এবং আপনি তা কেবল সুদ থেকে পাবেন। এক্সটেনশনের কথা বলতে গেলে, আপনি মেয়াদপূর্তির আগে স্কিমের মেয়াদ বাড়াতে পারেন। এটি কেবল দু'বার বাড়ানো যেতে পারে। এতে, আপনাকে ১৫ বছরের জন্য একটি এফডি-তে বিনিয়োগ করতে হবে।

আরও পড়ুন- স্বপ্নের বাড়ি এবার নাগালের মধ্যেই! কতটা কমল সিমেন্টের দাম