আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের দলে সুযোগ মেলেনি। তবে স্ট্যান্ডবাই হিসেবে আছেন পাঁচ ক্রিকেটার। কেউ চোট পেলে তাঁদের মধ্যে কেউ দলে ঢুকবেন। এই স্ট্যান্ডবাইয়ের তালিকায় আছেন যশস্বী জয়েসওয়াল, প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেল।
৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত–পাক মহারণ। এদিকে, জানা গেছে, স্ট্যান্ডবাই ক্রিকেটাররা মূল দলের সঙ্গে দুবাই যাবেন না।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১০ সেপ্টেম্বর আরব আমিরশাহীর সঙ্গে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। এরপর যথাক্রমে ১৪ এবং ১৯ সেপ্টেম্বর পাকিস্তান এবং ১৯ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবে ভারত। এ মাসের শুরুতে বিসিসিআই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সহ–অধিনায়ক হিসাবে দলে ফিরেছেন টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল।
প্রসঙ্গত, এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে বিতর্কও ছিল তুঙ্গে। বিশেষত শ্রেয়স আইয়ার দলে না থাকায় অনেক প্রাক্তন ক্রিকেটারই বিরক্ত হয়েছিলেন। অন্যদিকে, যশস্বী জয়েসওয়ালের মতো ক্রিকেটারকে মূল দলে না দেখে দল নির্বাচন পদ্ধতি নিয়ে ক্ষোভ গোপন করেননি অনেকেই। এই আবহে বিসিসিআইয়ের এক সূত্র সংবাদসংস্থা পিটিআই’কে জানিয়েছে, ‘স্ট্যান্ডবাই খেলোয়াড়রা মূল দলের সঙ্গে দুবাই যাবে না। প্রত্যেক ক্রিকেটারকে ৪ সেপ্টেম্বর দুবাই আসতে বলা হয়েছে। ৫ তারিখ আইসিসি অ্যাকাডেমিতে প্রথম নেট সেশন হবে। যাতে খেলোয়াড়দের কোনও অসুবিধা না হয়, সেই কারণে নিজ নিজ শহর থেকে দুবাই যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।’ যেহেতু দুবাই স্বল্প দূরত্বের, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এতদিন দেখা যেত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটাররা মুম্বই বা দিল্লিতে জড়ো হতেন প্রথমে। সেখান থেকে তাঁরা সফর করতেন। যদিও দীর্ঘদিনের সেই রীতি এবার ভাঙল ভারতীয় বোর্ড।
আর স্ট্যান্ডবাইরা কেউ চোট পেলে তখনই দুবাইয়ের উদ্দেশে রওনা দেবেন। তার আগে অবধি ভারতেই থাকবেন তাঁরা।
এদিকে, জানা গেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১৫ সদস্যের ভারতীয় দল আগামী ৪ সেপ্টেম্বর দুবাইয়ে মিলিত হবে এশিয়া কাপের প্রস্তুতির জন্য। টুর্নামেন্ট শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। তবে ক্রিকেটাররা তাদের নিজ নিজ শহর থেকে সরাসরি দুবাই পৌঁছবেন বলে জানা গিয়েছে। দলের সকলে একসঙ্গে মুম্বই হয়ে রওনা দিচ্ছেন না। জানা গিয়েছে, লজিস্টিকসের সুবিধা এবং খেলোয়াড়দের যাতায়াতের সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সিনিয়র বিসিসিআই কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘সব ক্রিকেটার ৪ সেপ্টেম্বর সন্ধের মধ্যে দুবাই পৌঁছে যাবে এবং প্রথম নেট সেশন হবে ৫ সেপ্টেম্বর আইসিসি অ্যাকাডেমিতে। লজিস্টিকসের সুবিধার কারণে খেলোয়াড়রা তাদের নিজ শহর থেকে সরাসরি দুবাই ফ্লাইটে আসবেন’।
ওই কর্মকর্তা জানান, ‘কেউ কেউ মুম্বই থেকে আসবেন, কিন্তু বাকি খেলোয়াড়দের মুম্বই আসার পরে দুবাই যাওয়া অযৌক্তিক। তাছাড়া, দুবাইয়ের ফ্লাইট অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটের তুলনায় সংক্ষিপ্ত’। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারত ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে। এরপর ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হবে। গ্রুপের তৃতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ হল ওমান (১৯ সেপ্টেম্বর)। এরপর সুপার ফোর পর্যায় শুরু হবে। এশিয়া কাপের জন্য স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে, অর্শদীপ সিং ও হর্ষিত রানা নর্থ জোনের হয়ে দলীপ ট্রফি কোয়ার্টার ফাইনালে খেলে যাচ্ছেন, আর কুলদীপ যাদব সেন্ট্রাল জোনের হয়ে নর্থ ইস্ট জোনের বিপক্ষে মাঠে নামবেন। তবে স্ট্যান্ডবাইয়ে থাকা ক্রিকেটার প্রসিধ কৃষ্ণা বা ওয়াশিংটন সুন্দর মূল স্কোয়াডের সঙ্গে নেট বোলার হিসেবে দুবাই যাবেন কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।
