শুক্রবার ১০ অক্টোবর ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | খাস কলকাতায় বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে মারধর! আক্রান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক পড়ুয়া, ভর্তি হাসপাতালে

পল্লবী ঘোষ | ২১ আগস্ট ২০২৫ ১১ : ৪৭Pallabi Ghosh

গোপাল সাহা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। অভিযোগ, ‘বাংলাদেশি’ বলে অপবাদ দিয়ে শিয়ালদহ ব্রিজের নিচে একদল হিন্দিভাষী ব্যবসায়ী তাঁদেরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয়ে চারজন ছাত্র বর্তমানে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন। এই ঘটনায় মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তারের খবর নেই।

 

কী ঘটেছিল বুধবার রাতে?

 

জানা গেছে, বুধবার রাতের দিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক ছাত্র প্রয়োজনীয় সামগ্রী কিনতে শিয়ালদহ ব্রিজের নিচে একটি মোবাইল যন্ত্রাংশের দোকানে যান। ক্রয়-বিক্রয়ের সময় দাম নিয়ে বিক্রেতার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। ওই ছাত্রের অভিযোগ, বিক্রেতা হিন্দিভাষী ছিলেন এবং তিনি হিন্দিতে গালিগালাজ করার পাশাপাশি বাংলা বলার কারণে ছাত্রকে ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে হেনস্থা করেন।

 

পরিস্থিতির গুরুত্ব বুঝে ছাত্রটি হোস্টেলে ফিরে গিয়ে কয়েকজন সহপাঠীকে নিয়ে পুনরায় দোকানে যান। তখন আশপাশের আরও কয়েকজন ব্যবসায়ী জড়ো হয়ে তাঁদের উপর চড়াও হয়। ছাত্রদের অভিযোগ, অভিযুক্তদের হাতে ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্রও ছিল। হঠাৎ অতর্কিত এই হামলায় চারজন ছাত্র আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয় কলকাতা মেডিক্যাল কলেজে। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে খবর। 

 

আরও পড়ুন: 'নোরা ফতেহির মতো বউ চাই', স্ত্রীকে ঘণ্টার পর ঘণ্টা শরীরচর্চা করতে জোর, সরু কোমরের জন্য ভ্রুণ নষ্ট করলেন স্বামী

 

থানায় অভিযোগ, বিক্ষোভে উত্তাল ছাত্রসমাজ

 

আহতদের চিকিৎসার পর অন্যান্য ছাত্ররা মুচিপাড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তাঁরা থানার বাইরে বসে বিক্ষোভ দেখান এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান। ঘটনাস্থলে পৌঁছন বাংলা পক্ষের মুখপাত্র গর্গ চট্টোপাধ্যায়। তিনি ছাত্রদের সঙ্গে কথা বলেন এবং পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

পুলিশের বক্তব্য

 

মুচিপাড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে।

 

বৃহত্তর প্রশ্ন তুলছে এই ঘটনা

 

এই ঘটনার প্রেক্ষিতে ফের প্রশ্ন উঠছে—শহরের ভিতরেই যদি বাংলা ভাষাভাষীদের এভাবে ‘বিদেশি’ বলে অপমান ও আক্রমণের মুখে পড়তে হয়, তাহলে ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের শহর হিসেবে কলকাতার পরিচয় কোথায় দাঁড়ায়? ছাত্রদের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন।  

 

এই ঘটনায় আক্রান্ত ছাত্ররা এবং উপস্থিত গর্ব চট্টোপাধ্যায় যা বলেন :

 

আক্রান্ত পড়ুয়া বলেন, 'হিন্দিতে বলছে, বাংলাদেশি বলব। কী করবি বল? কী করার আছে কর। এরপর আমায় মারল। আমার মোবাইল কেড়ে নিল। আমাদের একটা ছেলেকে আটকেও রেখেছিল।' আক্রান্ত ছাত্রের বন্ধু বলেন, 'আমাদের হস্টেলের কিছু ছেলে মোবাইলের কভার কিনতে যায়। তখন একটা লোক আমাদের বাংলাদেশি বলে আখ্যা দেয়। তার জন্য আমরা প্রতিবাদ করি। সেই কারণে, ছুরি-বন্দুক দিয়ে আঘাত করে আমাদের।' 

 

গর্গ চট্টোপাধ্যায় বলেন, 'আমরা গুজরাটে মার খাব, রাজস্থানে মার খাব, এখন কলকাতাতেও মার খাব? মানলাম ওড়িশায় বিজেপি সরকার, উত্তরপ্রদেশে বিজেপি সরকার আছে। কলকাতায় তো বিজেপি নেই। তাহলে এই অপরাধীগুলো কেন গ্রেপ্তার হবে না?'

 

অপরদিকে স্থানীয় দোকানদাররা অভিযোগ তুলেছে, ছাত্ররা তাদের দোকানপাট ভাঙচুর করে তছনছ করে দিয়েছে। ব্যবসা করতে বসে তাদের এ ধরনের ঘটনায় বিরাট ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।

 

ঘটনাটি নিছক বচসা না হয়ে কোনও বিদ্বেষপ্রসূত উদ্দেশ্যের ফল কিনা, তা নিয়েও তদন্তে নেমেছে পুলিশ। শহরের বুকে এ ধরনের ঘটনা ফের যাতে না ঘটে, তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে সক্রিয় পদক্ষেপের দাবিতে সরব হয়েছে ছাত্রসমাজ ও নাগরিক মহল।

 

ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজের বিভিন্ন স্তর থেকে নিন্দার ঝড় উঠেছে। ছাত্রছাত্রীদের নিরাপত্তা, ভাষাগত অধিকার এবং ধর্মনিরপেক্ষ সমাজব্যবস্থাকে সম্মান জানিয়ে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নেওয়ার দাবিতে জোরালো আওয়াজ উঠছে। তদন্ত কোন দিকে এগোয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে এখন নজর প্রশাসনের। পুলিশ সূত্রে খবর পুলিশ তদন্ত করে দেখছে ঘটনার নেপথ্যে আসলে কি ঘটেছিল।


নানান খবর

রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহান্তে বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, কোন রাস্তায় যাতায়াত করবেন? বড় আপডেট কলকাতা পুলিশের

গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু হরিদেবপুরে, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন না কি আত্মহত্যা, তদন্তে পুলিশ

জায়গা দখল নিয়ে তুমুল বাকবিতণ্ডা, চলন্ত লোকালে পেপার স্প্রে ছুড়ে হুলুস্থুল বাধালেন যুবতী! শেয়ালদহে চাঞ্চল্যকর ঘটনা

খেলনা নিয়ে খালের পাড়ে খেলাধুলা, হঠাৎ ভেসে গেল ২ শিশু, মর্মান্তিক পরিণতি এক শিশুকন্যার, কেষ্টপুরে ভয়াবহ দুর্ঘটনা

রাজ্যে এল জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ টিম, এবার কী তাহলে এসআইআর?

লক্ষ্মীপুজো মিটিয়ে অফিস খুলতেই মেট্রোয় বিভ্রাট! মঙ্গলেই থমকে গেল দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার পরিষেবা

‘অতীতকে সম্মান, বর্তমানকে আরোগ্য, ভবিষ্যৎকে প্রেরণা’, এই মন্ত্রে কলকাতায় সামরিক নার্সিং সার্ভিসের শতবর্ষের গৌরবময় উদযাপন

শিয়ালদহ স্টেশনে খাবারের ট্রে'র উপর ইঁদুরের দৌরাত্ম্য! ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়লেন নেটিজেনরা

দুর্গাপুজোয় হিট কলকাতা মেট্রো, পাঁচ দিনে ৪৬ লক্ষ যাত্রীকে পরিষেবা, সবচেয়ে বেশি পদার্পণ কালীঘাটে, তারপরেই দমদম

ফের RSV প্রকোপ: নতুন করে শিশুদের আক্রান্তের ঘটনায় আতঙ্কে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা

ভারতের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, এই নিয়ে পরপর চারবার সেরার শিরোপা তিলোত্তমার মুকুটে

রবিবার পুজো কার্নিভাল উপলক্ষে সেজে উঠছে রেড রোড, ভিড় সামলাতে পুলিশ কী ব্যবস্থা নিচ্ছে জেনে নিন 

দুটি গাড়ির সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনার কবলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন, নিয়ে আসা হল কলকাতায়

শেষরক্ষা হল না, মাত্র ৫৩ বছর বয়সেই প্রয়াত সলমন খানের সহ-অভিনেতা! হাহাকার বলিউডে 

'দুমুখো সাপ সবাই'-আট ঘণ্টা কাজ প্রসঙ্গে এবার মুখ খুললেন দীপিকা পাড়ুকোন! ইন্ডাস্ট্রির কোন কেচ্ছা ফাঁস করলেন?

সেভিংস অ্যাকাউন্টকে কীভাবে স্যালারি অ্যাকাউন্টে বদলাবেন? জানুন পদ্ধতি

কাজে এল না রিচা ঘোষের ঝোড়ো ইনিংস, আয়োজক ভারতকে হারিয়ে বিশ্বকাপ জমিয়ে দিল দক্ষিণ আফ্রিকা

সরকার দেবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা! কেন্দ্রীয় এই প্রকল্পে কারা আবেদন করতে পারেন?

‘ছায়ার সঙ্গে লড়াই করছি’, বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের প্রবীণ বিধায়ক রবীন্দ্রনাথ

‘আমার আর রাহুলের ক্ষেত্রেও এমনটাই হয়েছে’, হিটম্যানের ক্যাপ্টেন্সি যাওয়ার পর সৌরভ কী বললেন জানেন?

এক বছরের এফডিতে সুদের হার সাত শতাংশ! জানুন এইসব ব্যাঙ্কে বিনিয়োগে মিলবে কত রিটার্ন?

বিদেশে থেকেও রীতি ভোলেননি প্রিয়াঙ্কা, করওয়া চৌথের আগে নিকের জন্য কী করলেন 'দেশি গার্ল'?

‘লাপতা লেডিজ’-এর দুই নায়িকা এখন কোথায়? ‘দোস্তানা ২’ থেকে গোবিন্দার ছেলের ছবির বিপরীতে কি সত্যিই হাজির হচ্ছেন তাঁরা?

ভারত-মার্কিন বাণিজ্যে নয়া মোড়? ফের ট্রাম্পকে 'বন্ধু' বলে সম্বোধন মোদির, ফোনে জানালেন অভিনন্দন!

ফ্রিজের ভিতর রাখতেন অন্তর্বাস! দশজনের সঙ্গে থাকতেন একটা ঘরে, কেরিয়ারের শুরুতে দুর্দশায় ছিলেন কোন অভিনেতা? 

পাড়ার পুজোয় কালীঠাকুর দেবেন খালিদকে স্বস্তি দেওয়া রহিম, ছেলেকে বিরিয়ানি রেঁধে খাওয়ানোর অপেক্ষায় মা

ব্যাঙ্কিং লেনদেন সুরক্ষিত রাখতে বড় পদক্ষেপ করল আরবিআই, জানুন বিস্তারিত

বীভৎস, ছেলের হাতে খুন বাবা! পাণ্ডয়ায় চাঞ্চল্য

ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও করা যাবে ইউপিআই পেমেন্ট, জানুন কীভাবে?

কী ঘটেছিল পৃথ্বী শ এবং মুশির খানের মধ্যে? তদন্তের দায়িত্ব দেওয়া হল দিলীপ বেঙ্গসরকারকে

রাতারাতি পাল্টে গেল পরিস্থিতি, বিরাট-রোহিতকে নিয়ে বড় মন্তব্য গিলের, বললেন...

চারিদিকে উত্তাল সমুদ্র, খাড়াই পাহাড়ের উপর টিম টিম করে জ্বলছে আলো, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থান এটিই

ফের নিজের পরিচালনায় নায়ক হবেন রিজওয়ান, বিপরীতে থাকবেন ছোটপর্দার কোন জনপ্রিয় নায়িকা?

কমছে জল, বাড়ছে সাপ, ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর কিং কোবরা থেকে অজগর, কামড়ে অসুস্থ ৭ জন

কাতার এয়ারওয়েসে নিরামিষাশীকে আমিষ পরিবেশন! মৃত্যু প্রবীণ যাত্রীর, লক্ষ ডলারেরও বেশি ক্ষতিপূরণের মামলা দায়ের

পুজোয় খাওয়াদাওয়ার অনিয়মে ওজন বেড়েছে? কীভাবে দ্রুত আগের চেহারা ফিরে পাবেন? পরামর্শ দিলেন বিশিষ্ট পুষ্টিবিদ

সোশ্যাল মিডিয়া