বলিউড ও সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় নতুন বিতর্কের জন্ম দিলেন কনটেন্ট ক্রিয়েটর অপুর্বা মুখিজা। সম্প্রতি করণ জোহরের রিয়েলিটি শো 'দ্য ট্রেটরস'-এ অংশ নেওয়া অপূর্বার বিরুদ্ধে এবার মুখ খুললেন তাঁর প্রাক্তন প্রেমিক উৎসব দাহিয়া। ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে তিনি অভিযোগ করেছেন, অপূর্বা তাঁকে প্রতারণা করেছেন এবং তাঁদের ব্যক্তিগত সম্পর্ককে শুধুমাত্র কনটেন্ট তৈরির জন্য ব্যবহার করেছেন।

 

উৎসবের দাবি, অপূর্বা বারবার তাঁকে “চোর” ও “নির্যাতনকারী” বলে পরোক্ষ ইঙ্গিত করে ভিডিও বানাতেন, যদিও কখনও সরাসরি নাম উল্লেখ করেননি। এর ফলে সোশ্যাল মিডিয়ায় তাঁকে লাগাতার ট্রোল ও হয়রানির মুখে পড়তে হয়েছে। উৎসবের কথায়, তিনি যখন অপূর্বা ও তাঁর এজেন্সির কাছে সাহায্য চান, তখন উল্টো তাঁকেই তুচ্ছতাচ্ছিল্য করা হয়। অপূর্বার টিম নাকি বলেছিল, তিনি “কেউ নন”, বরং ভাগ্যবান যে অপূর্বার মতো জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের সঙ্গে সম্পর্কে ছিলেন।

এ নিয়ে ক্ষোভ উগরে দিয়ে উৎসব বলেন, “আমি হয়তো তোমাদের চোখে কেউ নই, কিন্তু সত্যকে কোনও অনুসারীর প্রয়োজন হয় না। সংখ্যার ভিড় শুধু অনলাইনে চলে, বাস্তব দুনিয়ায় তার কোনও দাম নেই। বড় হও, অন্যদের সম্মান করতে শেখো।” তাঁর মতে, ব্যক্তিগত জীবনের নামে মিথ্যে গল্প বানিয়ে অন্যের মানহানি করা উচিৎ নয়।

 

জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারিতেই অপূর্বা ও উৎসবের সম্পর্ক ভেঙে যায়। তারপর থেকেই অপূর্বা একাধিকবার তাঁর কনটেন্টে প্রাক্তনের প্রসঙ্গ টেনে আনেন, যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। উৎসবের এই অভিযোগের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকেই অপূর্বার বিরুদ্ধে সরব হয়েছেন, আবার কেউ কেউ উৎসবকেও দোষারোপ করছেন।

 

আরও পড়ুন: লম্বা খোলা চুল, তীক্ষ্ণ দৃষ্টিতে হাড় হিম করলেন রশ্মিকা! 'থামা'য় কতটা ভয় ছড়ালেন আয়ুষ্মান-পরেশ রাওয়ালরা?


প্রসঙ্গত, কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল অপূর্বার মোট আয়ের অঙ্ক। এক রিলের জন্য ছয় লক্ষ টাকা! প্রতিদিন আয় ২.৫ লক্ষ, আর মোট সম্পত্তির পরিমাণ নাকি প্রায় ৪১ কোটি টাকা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অপূর্বা মুখিজাকে নিয়ে এমনই চমকপ্রদ তথ্য ঘুরে বেড়াচ্ছিল নেটপাড়ায়। তবে এই বিষয়ে এবার মুখ খুললেন স্বয়ং অপূর্বা।

 

 
সম্প্রতি, ভাইরাল হওয়া একটি ইনস্টাগ্রাম পোস্টে এই পরিসংখ্যান উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, অপূর্বা নাকি একটি রিলের জন্য নেন ৬ লক্ষ টাকা, ইনস্টাগ্রাম স্টোরির জন্য চার্জ করেন ২ লক্ষ এবং তাঁর মাসিক উপার্জন প্রায় ৭৫ লক্ষ টাকা। এমনকী মোট সম্পদের পরিমাণ ৪১ কোটি টাকারও বেশি! তবে এই ভাইরাল পোস্টটি ভাগ করে নিজের প্রতিক্রিয়া জানান অপূর্বা।

 


তিনি বলেন, "আমি যদি ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক হতাম, তাহলে এখনই অবসর নিতাম। আমার পায়ের হিল জুতো থেকে শুরু করে নখ সব নকল, জামা কাপড় ভাড়া করা—ঘড়িটা বাদ দিলে আমার গায়ে দামী কিছু নেই। আর ওই ঘড়িটা ২০ হাজার টাকার।"

 

 
তিনি আরও বলেন, "যেকোনও ব্র্যান্ডকেই তো চার্জ বললেই ভয় পায়, তারা আমার প্রাপ্যটা দিতে চায় না। আর এখানে বলা হচ্ছে আমি এক রিলে ৬ লক্ষ নিচ্ছি? সত্যিই হাস্যকর!"

 


সব মিলিয়ে, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবার প্রকাশ্যে আসায় নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অপূর্বা মুখিজা।