বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর নিজের স্থান পরিবর্তন করে। যার শুভ-অশুভ প্রভাব পড়ে ১২টি রাশির উপর। আবার কখনও কখনও গ্রহদের সংযোগে রাজযোগ তৈরি হয়। ঠিক যেমন আজ সোমবার বৃহস্পতি, শুক্র ও চন্দ্রের মিলনে ত্রিগ্রহী রাজযোগ গঠিত হবে। যা চার রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।

জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি জ্ঞান ও বুদ্ধির কারক বলে বিবেচিত হন। প্রায় ১২ মাস পর এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন বৃহস্পতি। আর একটি রাশিচক্র সম্পূর্ণ করতে বৃহস্পতির ১২ বছর সময় লাগে। বৈদিক জ্যোতিষ অনুসারে সময় ভাল চললে বলা হয়ে থাকে যে তাঁর বৃহস্পতি তুঙ্গে রয়েছে। অন্যদিকে, শুক্র হল সম্পদ, সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য্য এবং বিলাসের কারক গ্রহ। শুক্রের এক রাশি থেকে অন্য রাশিতে যাওয়ার কারণে ব্যক্তিগত থেকে পেশাগত জীবন, সমস্ত খাতেই প্রভাব পড়ে। আবার জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে সবচেয়ে দ্রুতগামী গ্রহ হিসেবে গণ্য করা হয়। চন্দ্র কোনও রাশিতে মাত্র আড়াই দিন থাকে, ফলে ১৫ দিন অন্তর এক একটি রাশিতে ফিরে আসে। এই সময় কোনও না কোনও গ্রহের সঙ্গে যুগলবন্দি হয়ে শুভ বা অশুভ প্রভাব ফেলে চন্দ্র। 

গত ২৬ জুলাই শুক্র মিথুনে প্রবেশ করেছেন৷ আগে থেকেই সেখানে বিরাজমান বৃহস্পতি। এরপর আজ ১৮ আগস্ট মিথুন রাশিতে গমন করবেন চন্দ্র। এর ফলেই তৈরি হবে ত্রিগ্রহী রাজযোগ। প্রায় ৫০ বছর পর এই বিশেষ যোগের সাক্ষী হতে যাচ্ছে মিথুন রাশি।চন্দ্র, শুক্র এবং বৃহস্পতির সংযোগে ভাগ্যের চাকা ঘুরবে চার রাশির। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন।তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-

আরও পড়ুনঃ সূর্য-রাহুর সংযোগে ভয়ানক বিপদে ৪ রাশি! দুর্ভাগ্যের করাল গ্রাস থেকে বাঁচবেন কীভাবে?

মেষঃ সোমবার মেষ রাশির জন্য শুভ হবে। ব্যবসায়ে প্রত্যাশা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রের কাজের সহযোগিতা পাবেন। ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। কর্মক্ষেত্রের স্থানে নতুন মানুষের সঙ্গে পরিচয় কেরিয়ারে নতুন দরজা খুলে যেতে পারে। মিডিয়া কমিউনিকেশন, , প্রকাশনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ অতিরিক্ত সুবিধা পেতে পারেন। 

মিথুনঃ সপ্তাহের প্রথম দিন মিথুন রাশির জন্য লাভজনক হবে। আজ আমদানি-রপ্তানির কাজে বিশেষ সাফল্য পেতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যক্তিত্বে ইতিবাচক বদল আসতে পারে। পরিবারে সুখ থাকবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। 


কন্যাঃ কন্যা রাশির জন্য আজকের দিনটি অত্যন্ত বিশেষ হতে চলেছে। ভাগ্যের চাকা বদলাবে এই রাশির জাতক-জাতিকাদের। অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন। অনেক দিনের অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সরকারি চাকুরিজীবীদেরও দিনটি ভাল যাবে। 

তুলাঃ ত্রিগ্রহী যোগের প্রভাবে তুলার রাশির সুদিন ফিরবে। আজ কনটেন্ট রাইটার, বিজ্ঞাপন, মার্কেটিং-এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাঁদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের জন্য প্রশংসা পাবেন। অফিসে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য আগামীকাল প্রত্যাশার চেয়েও ভাল ফলাফল বয়ে আনতে পারে। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য কাটবে।