আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রবিবার, মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য এ দিন বিজেপির সংসদীয় বোর্ডের সভায ছিল। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে।
LIVE: BJP National President Shri @JPNadda addresses a press conference at BJP headquarters, Delhi. https://t.co/EaWwMHN2ck
— BJP (@BJP4India)Tweet by @BJP4India
চন্দ্রপুরম পোন্নুস্বামী রাধাকৃষ্ণণ ১৯৫৭ সালের ২০ অক্টোবর তামিলনাড়ুর তিরুপুরে জন্মগ্রহণ করেন।
রাধাকৃষ্ণণ তাঁর রাজনৈতিক যাত্রায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ৩১ জুলাই, ২০২৪ সালে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, তিনি ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে ৩০ জুলাই, ২০২৪ পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত তেলেঙ্গানার রাজ্যপাল এবং ২০২৪ সালের মার্চ থেকে অগাস্ট পর্যন্ত পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
কোয়েম্বাটুর থেকে ১৯৯৮ এবং ১৯৯৯ সালের লোকসভা ভোটে জিতে সিপি রাধাকৃষ্ণণ সাংসদ হয়েছিলেন। রাজনীতিতে যোগদানের আগে থেকেই তিনি আরএস এবং ভারতীয় জনসংঘের সদস্য ছিলেন।
বিজেপির তামিলনাড়ু সভাপতি হিসেবে, রাধাকৃষ্ণন ৯৩ দিনের রথযাত্রার নেতৃত্ব দিয়েছিলেন। নদীর সংযোগ, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং অস্পৃশ্যতা দূরীকরণের মতো বিষয়গুলিকে কেন্দ্র করে এই রথযাত্রা হয়েছিল। সংসদে, তিনি বস্ত্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতিত্ব করেছেন এবং অর্থ ও সরকারি উদ্যোগ সম্পর্কিত বেশ কয়েকটি কমিটির সদস্য ছিলেন।
আরও পড়ুন- কমিশনের বেনজির চ্যালেঞ্জের মুখে রাহুল গান্ধী! বেঁধে দেওয়া হল সময়সীমা
