অপেক্ষার আর একদিন। তারপরেই বড়পর্দায় আবির্ভাব ‘ধূমকেতু’র। ছবি মুক্তির আগে বুধবার দুপুরে নৈহাটির বিখ্যাত বড় মার মন্দিরে হাজির নায়ক-নায়িকা। সঙ্গী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
প্রচার নয়, ‘ধূমকেতু’র সাফল্য কামনা করতেই কলকাতা থেকে সোজা নৈহাটি পাড়ি। পুজো দিলেন দেব-শুভশ্রী এবং কৌশিক। দেবের পরনে লাল পাঞ্জাবি, সাদা পাজামা। শুভশ্রী সেজে উঠেছেন হলুদ পাড় লাল বেনারসিতে। সঙ্গে মানানসই গয়না। পাশাপাশি বসে চলল দেবীর আরাধনা। হাতজোড় করে ছবির সাফল্য কামনা করলেন দু’জনেই। শ্রদ্ধায় নত মাথা।
দেব-শুভশ্রীকে চাক্ষুষ করতে এলাকায় ভক্তের ঢল। কাউকেই নিরাশ করলেন নায়ক-নায়িকা। ছাদ থেকে হাসিমুখে হাত নাড়লেন তাঁদের উদ্দেশ্যে। প্রিয় জুটিকে দেখে হর্ষধ্বনিতে ফেটে পড়ল চারদিক।
দীর্ঘ ন’বছর পর মু্ক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। বহু বাধা পেরিয়ে মুক্তি পাচ্ছে এই ছবি। তাকে সাফল্যের পথে আরও কয়েক ধাপ এগিয়ে দিতে কোনও ত্রুটি রাখছেন না শিল্পীরা।
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FSubhashreeGanguly%2Fvideos%2F729744833215634%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>
অগ্রিম বুকিং শুরু হতেই উপছে পড়েছে ‘ধূমকেতু’র ভাঁড়ার। এবার বাংলা ছবির ইতিহাসে নজির তৈরি করল দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবিটি।
১৪ আগস্ট বড়পর্দায় দেখা যাবে ‘ধূমকেতু’। এখনও হাতে প্রায় ২৪ ঘণ্টা। এদিকে অগ্রিম বুকিংয়ে নিরীখে ইতিমধ্যেই ইতিহাস তৈরি করে ফেলেছে ছবিটি। বুধবার একটি পোস্ট করে তেমনই জানিয়েছেন শুভশ্রী। এখনও পর্যন্ত ধূমকেতুর একশোটিরও বেশি শো প্রায় হাউজফুল। টলিউডে কোনও ছবির ক্ষেত্রে এমনটা হয়নি বলেই দাবি নায়িকার।
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FSubhashreeGanguly%2Fvideos%2F740328225516106%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>
২০১৫ সালে মুক্তি পাওয়ার কথা ছিল ‘ধূমকেতু’র। নানা কারণে তা হয়ে ওঠেনি। প্রায় এক দশক পরেও যে সেই ছবি নিয়ে উন্মাদনা কমেনি, তা বক্স অফিসের অঙ্কেই দিনের আলোর মতো স্পষ্ট। দর্শকদের সুবিধার্থে মধ্যরাতেও রাখা হয়েছে শো। রায়গঞ্জের প্রেক্ষাগৃহে রাত দুটোয় দেখানো হবে 'ধূমকেতু'। দর্শকদের চাহিদা মেটাতেই এমন বন্দোবস্ত বলে জানিয়েছেন ছবির নির্মাতারা। কলকাতা তো বটেই, শহরতলিতেও দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা দেখার মতো। তাই সকলেই যাতে এই ছবি দেখার সুযোগ পান, তা মাথায় রেখেই মাঝরাতেও শো রাখার ভাবনা। নির্মাতারা জানাচ্ছেন, সেই শোয়ের টিকিট বিক্রির হারও কিছু কম নয়। শুধু তাই নয়, বুক মাই শো অনুযায়ী, খাস কলকাতার মাল্টিপ্লেক্সেও মুক্তির দিন সকাল সাতটা শো পেয়েছে ধূমকেতু। এমনটা বাংলা ছবির ক্ষেত্রে খুব বেশি দেখা যায় না বললেই চলে। আরও একটি ইনস্টাগ্রাম পোস্ট করে শুভশ্রী জানান, দক্ষিণ কলকাতা নবীনা প্রেক্ষাগৃহে প্রথম দু’দিনের সব শো হাউজফুল। বুক মাই শো অ্যাপ অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় ছবিটির প্রায় ১৬ হাজার টিকিট বিক্রি হয়েছে।
