আজকাল ওয়েবডেস্ক: নিজেদের স্বরূর চিনিয়ে এবার ভারতীয় হাই কমিশনের কূটনীতিবিদদের হেনস্তা করতে আসরে নামল ইসলামাবাদ।
অভিযোগ, পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের কূটনীতিকদের বাড়িতে গ্যাস, পানীয় জল, সংবাদপত্রের মতো নিত্য প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় সামগ্রী দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। যা ঘিরে তীব্র নিন্দার ঝড় । ভারতীয় কূটনীতিকরা পাকিস্তানের এই পদক্ষেপকে 'ভিয়েনা কনভেনশন' চুক্তির সরাসরি লঙ্ঘন বলেও উল্লেখ করেছে।
জানা গিয়েছে- পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, এই কর্মকাণ্ডের পিছনে রয়েছে।
পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ডের সুরক্ষা নিয়ে ভারত প্রশ্ন তুলতেই রীতিমতো ক্ষুব্ধ ইসলামাবাদ। পাল্টা জবাব দেওয়ার মুখ না থাকায় ভারতীয় কূটনীতিকদের ঘুরিয়ে হেনস্তা করার কৌশল নেওয়া হয়।
সূত্রের খবর, ভারতীয় কূটনীতিবিদদের জল, গ্যাস সিলিন্ডারের মতো অত্যাবশ্যকীয় সামগ্রী সরবরাহ না করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের উপর প্রতিহিংসা মেটাতেই হাই কমিশন এবং সেদেশে বসবাসকারী ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে এ হেন নিম্নরুচির আচরণ করছে ইসলামাবাদ। এখানেই শেষ নয়, ভারতীয় কূটনীতিবিদদের বাড়ি ও অফিসে অজ্ঞাতপরিচয় কিছু মানুষ বিনা অনুমতিতে প্রবেশ করেছে বলেও অভিযোগ উঠেছে।
আরও পড়ুন- জিনগত রোগ মোকাবিলায় যুগান্তকারী পদক্ষেপ, কাজে লাগানো হল তিন ব্যক্তির ডিএনএ
পাকিস্তানের এই নক্কারজনক পদক্ষেপের জবাব দিয়েছে ভারতও। নয়াদিল্লিতে কর্মরত পাক কূটনীতিবিদদের বাড়িতেও কাগজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ‘অপারেশন সিঁদুর’-এর পর ইসলামাবাদের এহেন নির্লজ্জ পদক্ষেপ। কারণ যুদ্ধক্ষেত্র থেকে কূটনীতির ময়দান- কোথাওই ভারতের সঙ্গে এঁটে উঠতে না পেরে বাঁকা পথে ভারতীয় কূটনীতিকদের হেনস্তা করা শুরু করেছে পাকিস্তান।
এই ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর নয়াদিল্লি সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরেও একই ঘটনা ঘটেছিল। ইসলামাবাদ, পাকিস্তানে কর্মরত ভারতীয় হাই কমিশনের কূটনীতিবিদদের হেনস্তা করে চাপ বাড়ানোর চেষ্টা করেছিল।
